মাঝ আকাশে বিপত্তি, গন্তব্য বদলে কলকাতায় জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
Last Updated:
মাঝ আকাশে বিপত্তি, গন্তব্য বদলে কলকাতায় জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
#কলকাতা: ফের মাঝ আকাশে বিপত্তি ইন্ডিগোর বিমানে। কলকাতা থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরুগামী বিমানের উইন্ড শিল্ডে চিড় ধরে। কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পাইলট বিমান ফিরিয়ে আনেন দমদম বিমানবন্দরে। বিমানটিতে ১৭৮ জন যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই সুরক্ষিত এবং নিরাপদ।
এটিসি সূত্রে খবর, রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয় ইন্ডিগোর বিমান। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে উইন্ডক্রিনে ফাটলের কথা উল্লেখ করে জরুরি অবতরণের অনুমতি চান। এটিসি-এর তরফে অনুমতি দেওয়া হলে ১০টা ৩৪ মিনিট নাগাদ বিমানটি ফের দমদমে অবতরণ করে।
advertisement
আরও পড়ুন
advertisement
কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। মাঝ আকাশে বিপত্তি ইন্ডিগো বিমানে এই প্রথম নয়। কখনও ইঞ্জিনে গড়বড় তো কখনও বিমানে মশা কামড়ানোর অভিযোগ। বরাবরই শিরোনামে উঠে এসেছে ইন্ডিগোর নাম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2018 4:42 PM IST