IndiGo Flights Cancelled: টেকনিক্যাল সমস্যায় বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা! একদিনে প্রায় ৭১ ফ্লাইট বাতিল, ক্ষমা চাইল সংস্থা

Last Updated:

IndiGo Flights Cancelled: বুধবার দুপুরের মধ্যে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুসহ একাধিক বিমানবন্দরে ১০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

File photo
File photo
নয়াদিল্লিঃ দেশজুড়ে ইন্ডিগোর পরিষেবা কার্যত বিপর্যস্ত। প্রযুক্তিগত সমস্যা, বিমানবন্দরের ভিড় এবং অপারেশনাল জটিলতার জেরে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ২০০টি ফ্লাইট বাতিল হয়েছে। দিল্লিতে ৩৮টি, আর মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে।
আরও পড়ুনঃ বাঁকুড়া জিলা স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ! হাতে মাত্র দু’দিন, ১০ ডিসেম্বর হবে লটারি
বুধবার দুপুরের মধ্যে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু—এই চার গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ১০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বাতিল হয়েছে ৫১টিরও বেশি ফ্লাইট।
advertisement
হায়দরাবাদে ইন্ডিগোর মোট ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরেও মঙ্গলবার ২০টি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়ে ভোগান্তি চরমে পৌঁছায়। সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই ইন্ডিগোর সময়ানুবর্তিতা তলানিতে। ২ ডিসেম্বর মাত্র ৩৫% এবং ১ ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময়মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইনের ক্ষেত্রে এই পতন যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
advertisement
হঠাৎ বাতিল ও ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে বিমাবন্দরে ক্ষোভে উচ্ছ্বসিত যাত্রীদের অভিযোগ—সঠিক তথ্য এবং বিকল্প পরিষেবা মিলছে না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও পরিষ্কার বার্তা মেলেনি। দেশজুড়ে ইন্ডিগোর পরিষেবা স্থিতিশীল হতে আরও কিছুটা সময় লাগবে বলেই আশঙ্কা এভিয়েশন মহলের।
advertisement
অসংখ্য ফ্লাইট বাতিল ও ব্যাপক দেরির পর যাত্রীদের কাছে ক্ষমা চাইল ইন্ডিগো। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি এয়ারপোর্ট কনজেশন এবং অপারেশনাল প্রয়োজনীয়তার কারণে গত কয়েকদিনে বেশ কিছু উড়ান বাতিল বা বিলম্বিত হয়েছে।
ইন্ডিগোর মুখপাত্র বলেন, “বিগত কয়েকদিন ধরে নানা কারণে কিছু জরুরি বিলম্ব ও ফ্লাইট বাতিল করতে হয়েছে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
advertisement
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট বা রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। “আমাদের দল দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে… এই পরিস্থিতিতে আমাদের মূল্যবান যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি,” বলা হয়েছে বিবৃতিতে।
ইন্ডিগো যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার অনুরোধও জানিয়েছে।
“অসুবিধা কমাতে অনুরোধ, যাত্রার আগে সর্বশেষ ফ্লাইট আপডেট দেখে নিন,” জানিয়েছে সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IndiGo Flights Cancelled: টেকনিক্যাল সমস্যায় বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা! একদিনে প্রায় ৭১ ফ্লাইট বাতিল, ক্ষমা চাইল সংস্থা
Next Article
advertisement
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হতে বলল সুপ্রিম কোর্ট!
  • সোনালি খাতুনদের বাংলাদেশ থেকে ফেরাতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷

  • মানবিকতার খাতিরেই কেন্দ্রকে নমনীয় হতে বললেন প্রধান বিচারপতি৷

  • সোনালিদের ফেরানো হবে বলে লিখিত ভাবে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
advertisement