Indigo Flight: টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কা ! অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো আগরতলা থেকে কলকাতামী ইন্ডিগোর বিমান

Last Updated:

Bird Hit Forces Emergency Landing of IndiGo Flight in Agartala: টেক-অফের প্রায় ২০ মিনিট পর বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে, ফলে পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। দুপুর ১টা ৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে আগরতলা বিমানবন্দরে।

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো আগরতলা থেকে কলকাতামী ইন্ডিগোর বিমান (Representative Image)
অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো আগরতলা থেকে কলকাতামী ইন্ডিগোর বিমান (Representative Image)
আবীর ঘোষাল, কলকাতা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালো আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E-7203 বিমান। টেক-অফের প্রায় ২০ মিনিট পর বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে, ফলে পাঁচটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে আগরতলা বিমানবন্দরে।
আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত বিমানটি বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে ৷ শতাধিক যাত্রী এর ফলে আটকে পড়েন ৷ বিকল্প বিমানের সেই সময়ে কোনও ব্যবস্থা নেয়নি সংস্থা। এমনটাই স্থানীয় সূত্রে খবর ৷
advertisement
advertisement
নর্থইস্ট টুডে-র খবর অনুযায়ী আগরতলা বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ চন্দ্র মীনা জানিয়েছেন, ‘‘ এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি ৷ প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, বিমানটি কোনও যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিল ৷ যার জন্যই বিমানটিকে জরুরী অবতরণ করতে বাধ্য হয় পাইলট ৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Flight: টেক অফের কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কা ! অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো আগরতলা থেকে কলকাতামী ইন্ডিগোর বিমান
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement