IndiGo Crisis: 'কোনও জরুরি পরিস্থিতি দেখছি না!' ইন্ডিগো বিভ্রাটে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IndiGo Crisis: প্রধান বিচারপতি বলেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি সম্পর্কে অবগত এবং এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ করার মতো কোনও জরুরি পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
নয়াদিল্লি: গত এক সপ্তাহে ইন্ডিগোর প্রচুর বিমান বাতিল হয়। তার জেরে দেশজুড়ে তৈরি হয় বিশৃঙ্খলার পরিস্থিতি। এই ঘটনার মামলায় সোমবার সুপ্রিম কোর্টে জরুরি শুনানির (Urgent Hearing) আবেদন জানানো হলেও তা খারিজ করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, কেন্দ্র ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এই মুহূর্তে আদালতের তরফে জরুরি শুনানির প্রয়োজন নেই।
advertisement
প্রথম আবেদনটি ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চের সামনে উল্লেখ করা হয়েছিল। আইনজীবী নরেন্দ্র মিশ্র শীর্ষ আদালতকে এই বিষয়টি জরুরি ভিত্তিতে শোনার জন্য অনুরোধ করেন। তিনি দাবি করেন, দেশের ৯৫টি বিমানবন্দরে প্রায় ২৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার ফলে অনেক যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন।
advertisement
advertisement
তাঁর কথা শোনার পর, প্রধান বিচারপতি বলেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি সম্পর্কে অবগত এবং এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ করার মতো কোনও জরুরি পরিস্থিতি এখনও তৈরি হয়নি। প্রধান বিচারপতি বলেন, ”আমরা বুঝতে পারছি যে লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েছেন। হয়ত কিছু লোকের জরুরি কাজ আছে এবং তাঁরা যেতে পারছেন না। কিন্তু ভারত সরকার বিষয়টি নজরে রেখেছে। মনে হচ্ছে সময় মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত তো কোনও এয়ারলাইন্স চালাতে পারে না। আমরা এই মুহূর্তে কোনও জরুরি পরিস্থিতি দেখছি না।”
advertisement
একই দিনে, বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন একটি বেঞ্চের সামনে একই বিষয়ে আরেকটি আবেদন উল্লেখ করা হয়। আবেদনটি এস লক্ষ্মীনারায়ণন নামে এক ব্যক্তি দায়ের করেন, যিনি ভাড়ার স্বচ্ছতা, জরুরি বিমান পরিষেবার ধারাবাহিকতা এবং ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি ও ফ্লাইট বাতিলের জন্য জবাবদিহি নিশ্চিত করতে অসামরিক বিমান চলাচল খাতে শীর্ষ আদালতের জরুরি নিয়ন্ত্রক হস্তক্ষেপ চেয়েছিলেন।
advertisement
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিয়েছে, ইন্ডিগোর ফ্লাইট সংকট নিয়ে কেন্দ্রীয় সরকার ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সক্রিয়ভাবেই পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষায় থাকতে বলেছে আদালত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 7:24 PM IST

