Indigo: ‘অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল...’ বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগে যা জানাল ইন্ডিগো
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IndiGo CEO on specially-abled child being barred from boarding: এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন মুখ খুলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত তিনি নিজেই করবেন ৷
রাঁচি: বিশেষভাবে সক্ষম এক শিশু-সহ তার পরিবারকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগে এখন ভালমতোই বেকায়দায় বিমানসংস্থা ইন্ডিগো (Indigo) ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাঁচি বিমানবন্দরে ৷ এয়ারলাইন্সের কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ গুরুতর ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন মুখ খুলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত তিনি নিজেই করবেন (IndiGo CEO on specially-abled child being barred from boarding) ৷
Took best possible decision under difficult circumstances: IndiGo CEO on specially-abled child being barred from boarding flight
— Press Trust of India (@PTI_News) May 9, 2022
advertisement
ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, ‘‘এই ধরনের আচরণ কোনও ভাবেই সহ্য করা হবে না। কোনও মানুষকেই এর মধ্য দিয়ে যেতে হবে না ৷ আমি নিজে বিষয়টির তদন্ত করছি। তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘চেক-ইন ও বোর্ডিংয়ের সময় সবসময়ে যাত্রীর খেয়াল রাখা হচ্ছিল ৷ যাত্রীদের সেরা সার্ভিস দেওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ যে বিমানকর্মী ওখানে উপস্থিত ছিলেন, তিনি সেফটি গাইডলাইন্স মেনেই ওই কাজ করতে বাধ্য হয়েছেন ৷ খুব কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের সংস্থা বাধ্য হয়েছে ৷ ’’
advertisement
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, সংস্থা কোনও ভাবেই কারোর ক্ষেত্রেই পক্ষপাততুষ্ট আচরণ সমর্থন করে না। তবে শিশুটিকে সেভাবে আচরণ করতে দেখে অনেক যাত্রীই ভ্রমণের সময় নিরাপত্তার অভাব বোধ করতে পারতেন। তাই তাদের বিমানে চড়তে নেওয়া হয়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 4:07 PM IST