Indigo: ‘অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল...’ বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগে যা জানাল ইন্ডিগো

Last Updated:

IndiGo CEO on specially-abled child being barred from boarding: এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন মুখ খুলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত তিনি নিজেই করবেন ৷

Representative Image
Representative Image
রাঁচি: বিশেষভাবে সক্ষম এক শিশু-সহ তার পরিবারকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগে এখন ভালমতোই বেকায়দায় বিমানসংস্থা ইন্ডিগো (Indigo) ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাঁচি বিমানবন্দরে ৷ এয়ারলাইন্সের কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ গুরুতর ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন মুখ খুলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত তিনি নিজেই করবেন (IndiGo CEO on specially-abled child being barred from boarding) ৷
advertisement
ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, ‘‘এই ধরনের আচরণ কোনও ভাবেই সহ্য করা হবে না। কোনও মানুষকেই এর মধ্য দিয়ে যেতে হবে না ৷ আমি নিজে বিষয়টির তদন্ত করছি। তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘চেক-ইন ও বোর্ডিংয়ের সময় সবসময়ে যাত্রীর খেয়াল রাখা হচ্ছিল ৷ যাত্রীদের সেরা সার্ভিস দেওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ যে বিমানকর্মী ওখানে উপস্থিত ছিলেন, তিনি সেফটি গাইডলাইন্স মেনেই ওই কাজ করতে বাধ্য হয়েছেন ৷ খুব কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের সংস্থা বাধ্য হয়েছে ৷ ’’
advertisement
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, সংস্থা কোনও ভাবেই কারোর ক্ষেত্রেই পক্ষপাততুষ্ট আচরণ সমর্থন করে না। তবে শিশুটিকে সেভাবে আচরণ করতে দেখে অনেক যাত্রীই ভ্রমণের সময় নিরাপত্তার অভাব বোধ করতে পারতেন। তাই তাদের বিমানে চড়তে নেওয়া হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo: ‘অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল...’ বিশেষভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগে যা জানাল ইন্ডিগো
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement