India's first sologamy: নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিজেকেই বিয়ে গুজরাতি তরুণীর, এবার মধুচন্দ্রিমা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
India's first sologamy: বুধবার নিজের বাড়িতেই নিজের সঙ্গে বিয়ে সারলেন ক্ষমা। সূত্রের খবর, কোনও পুরোহিত ছিলেন না বিয়ে দেওয়ার জন্য। বিয়ে চলাকালীন নাকি আবাসন থেকে আপত্তি জানানো হয়। তাঁকে এমনকি ঘর ছেড়ে দিতেও বলা হয়।
#ভাদোদরা: গুজরাতে দেশের প্রথম স্ববিবাহ বা সোলোগ্যামি (Sologamy)। দেখল দেশবাসী। আগামী ১১ তারিখ গুজরাতের ভাদোদরার বাসিন্দা বছর চব্বিশের যুবতী ক্ষমা বিন্দুর (Kshama Bindu) স্ববিবাহের তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু তার দিন কয়েক আগেই নিজেকে বিয়ে করে নিলেন ক্ষমা। রাজনৈতিক স্তরে সমস্যা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমা। তাঁর স্ববিবাহের কথা প্রকাশ্যে আসার পরেই শাসক দলের নেতা প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, স্ববিবাহ হিন্দু ধর্মের অন্তর্গত নয়। সেই কারণেই মন্দিরে বিয়ে করায় বাধা দেওয়া হবে ক্ষমাকে।
ক্ষমা বিয়ের পরে এক সাক্ষাৎকারে জানালেন, কোনও হুমকি তিনি পাননি। কিন্তু শান্তিপূর্ণ ভাবে বিয়ে করতে চেয়েছিলেন বলেই বিয়ের তারিখ এগিয়ে আনেন।
বুধবার নিজের বাড়িতেই নিজের সঙ্গে বিয়ে সারলেন ক্ষমা। সূত্রের খবর, কোনও পুরোহিত ছিলেন না বিয়ে দেওয়ার জন্য। যে পুরোহিতের ক্ষমার বিয়ে দেবেন বলে রাজি হয়েছিলেন, তিনি তার পরে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য। ক্ষমার স্ববিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ, মেহেন্দি সব রীতিই পালন করা হয়েছে। মেহেন্দিতে হবু বরের নাম লেখার প্রচলনের কথা মাথায় রেখে হাতে নিজের কথা লিখেছেন ক্ষমা, 'একটি মেয়ে, যে চেষ্টা করে যায়।' নিজের সিঁথিতে নিজেই সিঁদুর পরিয়েছেন ক্ষমা। নিজের গলায় মঙ্গলসূত্র পরিয়ে বরমালাও পরেছেন নিজে। সাতপাক ঘুরেছেন নিজের সঙ্গেই। এমনকি নিজের সঙ্গে বিয়ের পরে মধুচন্দ্রিমার কথাও ভেবেছেন তিনি। গোয়া যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।
advertisement
advertisement
সূত্রের খবর, বিয়ে চলাকালীন নাকি আবাসন থেকে আপত্তি জানানো হয়। তাঁকে এমনকি ঘর ছেড়ে দিতেও বলা হয়।
ক্ষমা নারী এবং পুরুষ, উভয় লিঙ্গের প্রতিই আকৃষ্ট বলে জানিয়েছিলেন। সমাজতত্ত্ব নিয়ে স্নাতক পাশ করে এখন একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে চাকরিরত তিনি। তাঁর মা-বাবা, দু'জনে পেশায় ইঞ্জিনিয়ার। ক্ষমা জানিয়েছেন, তাঁর মা অন্য শহরে বসবাস করেন। আর তিনি তাঁর মেয়ের এই ‘প্রথা ভাঙা বর-হীন’ বিয়েতে অনুমতিও দিয়েছেন। ক্ষমার কথায়, ''নিজেকে বিয়ে করা মানে, নিজেকে নিঃশর্ত ভাবে ভালবাসা, সব সময়ে নিজের পাশে দাঁড়ানো। নিজে যে রকম, সে ভাবেই নিজেকে মেনে নেওয়ার একটি পদক্ষেপও বটে। মানুষ তো কাউকে ভালবেসেই বিয়ে করে। আমি নিজেকে ভালবাসি, তাই নিজেকে বিয়ে করলাম।''
advertisement
বিয়ের সমস্ত রীতি পালন করার পর তিনি ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে সকল অনুরাগীকে ধন্যবাদ জানালেন। যাঁরা এত দিন ধরে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন ক্ষমা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 4:56 PM IST