India's First COVID-19 Vaccine For Animals: এবার বাড়ির পোষ্যও নিরাপদ! ভারতে প্রথম তৈরি হল পশুদের করোনা টিকা অ্যানোকোভ্যাক্স!

Last Updated:

Anocovax Covid-19 Vaccine For Animals: ভ্যাকসিনে অ্যালহাইড্রোজেল সহ নিষ্ক্রিয় SARS-CoV-2 (ডেল্টা) অ্যান্টিজেন রয়েছে। এটি কুকুর, সিংহ, চিতাবাঘ, ইঁদুর এবং খরগোশের জন্য নিরাপদ

Pet Covid-19 Vaccine
Pet Covid-19 Vaccine
#নয়াদিল্লি: এবার বাড়ির পোষ্য, তথা বাইরের জন্তুরাও করোনা মহামারী থেকে রক্ষা পেতে পারে। তৈরি হল পশুদের জন্য করোনাভ্যাক্সিন! কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বৃহস্পতিবার হরিয়ানার আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইকুইনসের (এনআরসি) তৈরি পশুদের জন্য দেশের প্রথম স্বদেশী COVID-19 ভ্যাকসিন অ্যানোকোভ্যাক্স চালু করলেন। অ্যানোকোভ্যাক্স প্রাণীদের জন্য তৈরি একটি নিষ্ক্রিয় SARS-CoV-2 ডেল্টা (COVID-19) ভ্যাকসিন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) এক বিবৃতিতে জানিয়েছে, অ্যানোকোভ্যাক্স যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তা SARS-CoV-2-এর ডেল্টা এবং ওমিক্রন দুই ভ্যারিয়েন্টেরই মোকাবিলা করে।
ভ্যাকসিনে অ্যালহাইড্রোজেল সহ নিষ্ক্রিয় SARS-CoV-2 (ডেল্টা) অ্যান্টিজেন রয়েছে। এটি কুকুর, সিংহ, চিতাবাঘ, ইঁদুর এবং খরগোশের জন্য নিরাপদ, বলা হয়েছে ওই বিবৃতিতে। “বিজ্ঞানীদের অক্লান্ত অবদানের কারণে বাইরে থেকে আমদানির পরিবর্তে এই আত্মনির্ভরশীল দেশ নিজস্ব ভ্যাকসিন তৈরিতে বিশ্বাসী। এটি সত্যিই একটি বড় কৃতিত্ব,” ICAR-NRC-এর তৈরি পশুদের জন্য কিট ও করোনা টিকার ভার্চুয়াল লঞ্চের পরে বলেন নরেন্দ্র সিং তোমর।
advertisement
advertisement
Anocovax ছাড়াও, মন্ত্রী ‘CAN-CoV-2 ELISA কিট’ও চালু করেন। এটি একটি সংবেদনশীল এবং নির্দিষ্ট নিউক্লিওক্যাপসিড প্রোটিনের পরোক্ষ ELISA কিট যা কুকুরের মধ্যে SARS-CoV-2 এর বিরুদ্ধে অ্যান্টিবডিকে চিহ্নিত করে।
“অ্যান্টিজেন তৈরির জন্য পরীক্ষাগারে কোনও প্রাণীর প্রয়োজন নেই। কিটটি ভারতে তৈরি এবং এর জন্য পেটেন্ট চাওয়া হয়েছে। বাজারে অ্যান্টিবডি শনাক্তকরণের জন্য অন্য কোনও এমন কিট পাওয়া যায় না,” দাবি ICAR-এর।
advertisement
একাধিক প্রাণীর প্রজাতির মধ্যে 'Trypanosoma evansi' সংক্রমণের জন্য উপযুক্ত ডায়াগনস্টিক কিট Surra ELISA-ও চালু করা হয়। ট্রাইপ্যানোসোমা ইভানসি দ্বারা সৃষ্ট বিভিন্ন পশুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমোপ্রোটোজোয়া রোগগুলির মধ্যে একটি হল সুরা। ভারতের সমস্ত কৃষি-জলবায়ু অঞ্চলে এই রোগটি প্রচলিত। ভারতে, সুরার কারণে প্রাণিসম্পদ উৎপাদনশীলতার বার্ষিক ক্ষতি আনুমানিক ৪৪,৭৪০ মিলিয়ন, জানিয়েছে ICAR।
advertisement
মন্ত্রী ইকুইন ডিএনএ প্যারেন্টেজ টেস্টিং কিটও চালু করেছেন, যা ঘোড়াদের মধ্যে প্যারেন্টেজ বিশ্লেষণের এক শক্তিশালী জিনোমিক প্রযুক্তি। ICAR-এর মহাপরিচালক ত্রিলোচন মহাপাত্র, পশুপালন ও দুগ্ধ সচিব অতুল চতুর্বেদী, এবং ICAR ডেপুটি ডিরেক্টর জেনারেল (প্রাণী বিজ্ঞান) ভূপেন্দ্র নাথ ত্রিপাঠীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ICAR হল দেশের প্রধান কৃষি-গবেষণা প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের অধীনে কাজ করে।
বাংলা খবর/ খবর/দেশ/
India's First COVID-19 Vaccine For Animals: এবার বাড়ির পোষ্যও নিরাপদ! ভারতে প্রথম তৈরি হল পশুদের করোনা টিকা অ্যানোকোভ্যাক্স!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement