'অযোধ্যা নেপালে, রাম নেপালি,' নেপালের প্রধানমন্ত্রীর দাবিতে ট্যুইটারে মিম 'সব গ্রহের নামও নেপাল'

Last Updated:

নেপালের প্রধানমন্ত্রীর এই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং৷ কেউ বলছেন, 'ঠিক বলেছেন উনি৷ সূর্যকে প্রদক্ষিণ করে যত গ্রহ ঘুরছে, সব গ্রহের নামও নেপাল৷'

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছেন, আসল অযোধ্যা নেপালে অবস্থিত ছিল৷ ভগবান রামও নেপালি ছিলেন৷ ভারতীয় ছিলেন না৷ নেপালের প্রধানমন্ত্রীর এই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং৷ কেউ বলছেন, 'ঠিক বলেছেন উনি৷ সূর্যকে প্রদক্ষিণ করে যত গ্রহ ঘুরছে, সব গ্রহের নামও নেপাল৷'
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ ট্যুইটারে কেপি শর্মা ওলিকে খোরাক করে একজন লিখছেন, 'নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নয়৷ আসল নিউ ইয়র্ক তো নেপালে অবস্থিত৷ আসল অস্ট্রেলিয়াও নেপালেই অবস্থিত৷ আসল টোকিও, প্যারিস, লন্ডন, বার্লিন, সুদান, লাস ভেগাস, ব্যাঙ্কক ও ইসলামাবাদ, সব নেপালে অবস্থিত৷ আমি নেপালি হিসেবে গর্বিত৷'
advertisement
এক ট্যুইটার ব্যবহারকারী তো বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকেও নেপালি দাবি করেছেন ট্রোল করে৷
যাবতীয় বিতর্কের সূত্রপাত সোমবার সন্ধ্যায়৷ সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাত্‍কারে নেপালের প্রধানমন্ত্রী বলেন, 'রামের জন্মভূমি উত্তরপ্রদেশের অযোধ্যায় নয়৷ দক্ষিণ নেপালের থোরিতে বাল্মিকী আশ্রমের কাছে৷ নেপালকে সাংস্কৃতিক ভাবে খাটো করতে ইতিহাস বিকৃত করা হয়েছে৷ '
advertisement
advertisement
নেপালি কবি ভানুভক্তের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে কাঠমাণ্ডুতে ওলি বলেন, 'আসল অযোধ্যা তো নেপালের থোরিতে৷ ভারত দাবি করে, ভগবান রামের জন্ম ভারতে৷' প্রসঙ্গত, ভানুভক্ত জন্মগ্রহণ করেছিলেন ১৮১৪ খ্রিস্টাব্দে পশ্চিম নেপালে৷ তিনি বাল্মিকীর রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন৷ তাঁর মৃত্যু হয় ১৮৬৮ সালে৷
নেপালের প্রধানমন্ত্রীর আরও দাবি, 'আমরা অনেকেই বিশ্বাস করি, সীতা দেবী ভগবান রামকে ভারতে বিয়ে করেছিলেন৷ আসলে অযোধ্যা হল নেপালের বীরগুঞ্জের একটি গ্রাম৷ ভারতে অযোধ্যা নিয়ে বিশাল বিতর্ক রয়েছে৷ কিন্তু আমাদের নেপালের অযোধ্যা নিয়ে কোনও বিতর্ক নেই৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'অযোধ্যা নেপালে, রাম নেপালি,' নেপালের প্রধানমন্ত্রীর দাবিতে ট্যুইটারে মিম 'সব গ্রহের নামও নেপাল'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement