'অযোধ্যা নেপালে, রাম নেপালি,' নেপালের প্রধানমন্ত্রীর দাবিতে ট্যুইটারে মিম 'সব গ্রহের নামও নেপাল'

Last Updated:

নেপালের প্রধানমন্ত্রীর এই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং৷ কেউ বলছেন, 'ঠিক বলেছেন উনি৷ সূর্যকে প্রদক্ষিণ করে যত গ্রহ ঘুরছে, সব গ্রহের নামও নেপাল৷'

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছেন, আসল অযোধ্যা নেপালে অবস্থিত ছিল৷ ভগবান রামও নেপালি ছিলেন৷ ভারতীয় ছিলেন না৷ নেপালের প্রধানমন্ত্রীর এই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রোলিং৷ কেউ বলছেন, 'ঠিক বলেছেন উনি৷ সূর্যকে প্রদক্ষিণ করে যত গ্রহ ঘুরছে, সব গ্রহের নামও নেপাল৷'
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ ট্যুইটারে কেপি শর্মা ওলিকে খোরাক করে একজন লিখছেন, 'নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নয়৷ আসল নিউ ইয়র্ক তো নেপালে অবস্থিত৷ আসল অস্ট্রেলিয়াও নেপালেই অবস্থিত৷ আসল টোকিও, প্যারিস, লন্ডন, বার্লিন, সুদান, লাস ভেগাস, ব্যাঙ্কক ও ইসলামাবাদ, সব নেপালে অবস্থিত৷ আমি নেপালি হিসেবে গর্বিত৷'
advertisement
এক ট্যুইটার ব্যবহারকারী তো বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকেও নেপালি দাবি করেছেন ট্রোল করে৷
যাবতীয় বিতর্কের সূত্রপাত সোমবার সন্ধ্যায়৷ সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাত্‍কারে নেপালের প্রধানমন্ত্রী বলেন, 'রামের জন্মভূমি উত্তরপ্রদেশের অযোধ্যায় নয়৷ দক্ষিণ নেপালের থোরিতে বাল্মিকী আশ্রমের কাছে৷ নেপালকে সাংস্কৃতিক ভাবে খাটো করতে ইতিহাস বিকৃত করা হয়েছে৷ '
advertisement
advertisement
নেপালি কবি ভানুভক্তের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে কাঠমাণ্ডুতে ওলি বলেন, 'আসল অযোধ্যা তো নেপালের থোরিতে৷ ভারত দাবি করে, ভগবান রামের জন্ম ভারতে৷' প্রসঙ্গত, ভানুভক্ত জন্মগ্রহণ করেছিলেন ১৮১৪ খ্রিস্টাব্দে পশ্চিম নেপালে৷ তিনি বাল্মিকীর রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন৷ তাঁর মৃত্যু হয় ১৮৬৮ সালে৷
নেপালের প্রধানমন্ত্রীর আরও দাবি, 'আমরা অনেকেই বিশ্বাস করি, সীতা দেবী ভগবান রামকে ভারতে বিয়ে করেছিলেন৷ আসলে অযোধ্যা হল নেপালের বীরগুঞ্জের একটি গ্রাম৷ ভারতে অযোধ্যা নিয়ে বিশাল বিতর্ক রয়েছে৷ কিন্তু আমাদের নেপালের অযোধ্যা নিয়ে কোনও বিতর্ক নেই৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'অযোধ্যা নেপালে, রাম নেপালি,' নেপালের প্রধানমন্ত্রীর দাবিতে ট্যুইটারে মিম 'সব গ্রহের নামও নেপাল'
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement