মক্কায় ভারতীয় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল !

Last Updated:

মক্কায় ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর কেটে গিয়েছেন ১৫ দিন। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয়দের মৃতের সংখ্যাও। রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মক্কায় এখনও পর্যন্ত মোট ১০১ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানা গিয়েছে।

#নয়াদিল্লি: মক্কায় ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর কেটে গিয়েছেন ১৫ দিন। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয়দের মৃতের সংখ্যাও। রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মক্কায় এখনও পর্যন্ত মোট ১০১ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেদেশের ভারতীয় দূতাবাস। কতজন এখনও অবধি নিখোঁজ, জানতে চাইলে সুষমা বলেন, “মক্কায় এখনও পর্যন্ত প্রায় ৩২ জন ভারতীয় নাগরিকের খোঁজ মেলেনি।” এর আগে ভারতীয় নাগরিকদের মধ্যে হজ যাত্রায় গিয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানায় কেন্দ্রীয় সরকার।
বাংলা খবর/ খবর/দেশ/
মক্কায় ভারতীয় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement