মক্কায় ভারতীয় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল !
Last Updated:
মক্কায় ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর কেটে গিয়েছেন ১৫ দিন। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয়দের মৃতের সংখ্যাও। রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মক্কায় এখনও পর্যন্ত মোট ১০১ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানা গিয়েছে।
#নয়াদিল্লি: মক্কায় ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর কেটে গিয়েছেন ১৫ দিন। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয়দের মৃতের সংখ্যাও। রবিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, মক্কায় এখনও পর্যন্ত মোট ১০১ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেদেশের ভারতীয় দূতাবাস। কতজন এখনও অবধি নিখোঁজ, জানতে চাইলে সুষমা বলেন, “মক্কায় এখনও পর্যন্ত প্রায় ৩২ জন ভারতীয় নাগরিকের খোঁজ মেলেনি।” এর আগে ভারতীয় নাগরিকদের মধ্যে হজ যাত্রায় গিয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানায় কেন্দ্রীয় সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2015 10:31 AM IST