#নয়াদিল্লি: চিন থেকে আসা জিনিসপত্র পুড়িয়ে হোলির আগে হোলিকা উদযাপনের সিদ্ধান্ত নিল ভারতীর ব্যবসায়ী সংগঠন কনফেডরেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)৷ দেশের ১৫০০টি বাজার এলাকায় চিনা মাল জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন ৷ দেশব্যাপী এই কর্মকাণ্ডে সামিল হতে অন্যদেরও আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষে ৷ দিল্লিতে যেমন বেছে নেওয়া হয়েছে সর্দার বাজার কারণ সেখানেই সব থেকে বেশি চিনা সামগ্রী পাওয়া যায় ৷ একইসঙ্গে চিন থেকে দেশে আসা হরের রকম সামগ্রী বয়কটেরও ডাক দিয়েছে তারা ৷ #BoycottChina #BoycottChineseProducts বলে এই প্রতিবাদের ডাক দিয়েছে তারা ৷
রাষ্ট্রসংঘে মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় চিনের আপত্তি ও ভেটোকে কেন্দ্র করেই এই ক্ষোভ উগড়ে দিয়েছে এই ব্যবসায়ী সংগঠন ৷ এই নিয়ে চতুর্থবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করায় আপত্তি জানায় চিন ৷ শুধুমাত্র সে কারণেই আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার যে ভারতের আর্জি তা খারিজ হয়ে গিয়েছে ৷ এতেই ক্ষোভ এই সংগঠনের ৷ তাই চিনা মাল জ্বালিয়েই তার প্রতিশোধ নিতে চায় তারা ৷ দেশজুড়ে হোলি খেলার আগে হয় হোলিকা উদযাপন ৷ যাকে অনেক সময় ন্যাড়াপোড়াও বলা হয় ৷ সেই ন্যাড়াপোড়ায় এবার পুড়িয়ে দেওয়া হবে চিন থেকে আসা সামগ্রী ৷ কারণ ব্যবসায়ীদের মতে চিন থেকে আসা জিনসপত্র অশুভ ৷ ভারতের পথের কাঁটা চিনের জিনসে বসানো হোক ৩০০ থেকে ৫০০ শতাংশ কর ৷
আরও পড়ুন বলিউডেও জোর টক্কর রাহুল গান্ধি ও নরেন্দ্র মোদির !
যদিও ভারত ও চিনের সঙ্গে আমদানি-রপ্তানির ক্ষেত্রটা অনেক বড় ৷ ২০১৮-১৮ অর্থবর্ষে প্রায় ৯২০ হাজার কোটির রপ্তানি হয়েছে, আমদানি হয়েছে প্রায় প্রচুর ৷