Honey Trap: দেশের নিরাপত্তা নিয়ে রিসার্চ করতেন বিজ্ঞানী, পাকিস্তানি হানিট্র্যাপের পাল্লায় পড়ে এত বড় সর্বনাশ করলেন

Last Updated:

Honey Trap: মহারাষ্ট্র অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড একটি আদালতকে জানিয়েছে একজন মহিলা পাকিস্তানি এজেন্টের কথা, যে হানিট্র্যাপ হিসেবে কাজ করে DRDO বিজ্ঞানী প্রদীপ কুরুলকারের থেকে তথ্য বার করে নিয়েছে৷

পাকিস্তানি মহিলার লাস্যে ধরা দিয়ে ডিআরডিও-র বিজ্ঞানী- Photo - Representative
পাকিস্তানি মহিলার লাস্যে ধরা দিয়ে ডিআরডিও-র বিজ্ঞানী- Photo - Representative
নয়াদিল্লি: না কোনও সিনেমার উত্তেজনাপূর্ণ স্ক্রিপ্ট নয়, পাকিস্তানি মহিলার লাস্যে ধরা দিয়ে ডিআরডিও-র বিজ্ঞানী দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূ্র্ণ তথ্য ফাঁস করে দিয়েছন৷ এই মারাত্মক অভিযোগে এটিএস ওই অভিযুক্ত বিজ্ঞানীকে গ্রেফতার করেছে৷
মহারাষ্ট্র অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড একটি আদালতকে জানিয়েছে একজন মহিলা পাকিস্তানি এজেন্টের কথা, যে হানিট্র্যাপ হিসেবে কাজ করে DRDO বিজ্ঞানী প্রদীপ কুরুলকারের থেকে তথ্য বার করে নিয়েছে৷ এই  মামলায় সহ-অভিযুক্ত করা হয়েছে সেই পাকিস্তানি হানি ট্র্যাপকে৷ কুরুলকার পুনেতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)  একটি ল্যাবের ডিরেক্টর ছিলেন৷  তাঁকে ৩ মে এটিএস  একজন মহিলা পাকিস্তানি গোয়েন্দা অপারেটিভের কাছে গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
advertisement
advertisement
সূত্র জানিয়েছে, ওই মহিলা জারা দাশগুপ্তা নামে অপারেশন করতেন এবং কুরুলকারের সঙ্গে যোগাযোগ রাখতেন। সূত্র জানায়, এজেন্টের আইপি অ্যাড্রেস পাকিস্তানে খুঁজে পাওয়ার পরে এটিএস প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) “জারা দাশগুপ্ত” নামটি যুক্ত করেছে।
advertisement
ATS এখন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের এফআইআর ধারা ৪-তে যুক্ত করেছে যেটি “বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগকে কিছু অপরাধের কমিশনের প্রমাণ হতে” নিয়ে কাজ করছে৷
এটিএসের মতে, ডিআরডিও বিজ্ঞানী হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতেন৷
প্রসিকিউশন আগে আদালতকে জানিয়েছিল যে সংস্থাটি একটি ফোন বাজেয়াপ্ত করেছে যেখানে পাকিস্তানি এজেন্ট একটি ভারতীয় নম্বর ব্যবহার করে কুরুলকারকে মেসেজ করত। কুরুলকার কূটনৈতিক পাসপোর্টে পাঁচ থেকে ছয়টি দেশে ভ্রমণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে এবং প্রসিকিউশন জানতে চেয়েছিল যে সেই সফরের সময় তিনি কার সঙ্গে দেখা করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Honey Trap: দেশের নিরাপত্তা নিয়ে রিসার্চ করতেন বিজ্ঞানী, পাকিস্তানি হানিট্র্যাপের পাল্লায় পড়ে এত বড় সর্বনাশ করলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement