Indian Railways: উঠে যাবে Sleeper Class? যাত্রীরা সস্তায় পাবেন 3RD AC টিকিট! কোন কোন ট্রেনে শুরু হয়েছে বুকিং
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেল শীঘ্রই প্রায় সমস্ত ট্রেনে তার তৃতীয় এসি ইকোনমি ক্লাস উপলব্ধ করা শুরু করবে। আসুন জেনে নেই থার্ড এসি ইকোনমি সম্পর্কে বিস্তারিত।
নয়াদিল্লি : দেশ জুড়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় রেল। যার মূল উদ্দেশ্য হল দেশের যাত্রীসাধারণের জীবন আরও গতিময় করে তোলা এবং একই সঙ্গে সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে মানুষকে আরও ভাল ও আরামদায়ক যাত্রা উপহার দেওয়া। এই দুই লক্ষ্য মাথায় রেখেই ভারতীয় রেল বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন পরিচালনা করছে এবং অনেক উচ্চ গতির বুলেট ট্রেনের মতো ট্রেনের পরিচালনার প্রস্তুতিও চলছে জোর গতিতে।
গরম পড়তে না পড়তেই মানুষ এখন স্লিপার ক্লাসে ভ্রমণ করা থেকে বিরত থাকতে শুরু করেছেন। টিকিটের দাম বেশি হলেও শীতাতপ নিয়ন্ত্রিত কোচেই ভ্রমণ করার চেষ্টা করছেন ভারতীয় রেলযাত্রীদের বড় অংশ। এমন মানুষদের জন্য রেলের তরফ থেকে সুখবর। ভারতীয় রেল শীঘ্রই প্রায় সমস্ত ট্রেনে তার তৃতীয় এসি ইকোনমি ক্লাস উপলব্ধ করা শুরু করবে। আসুন জেনে নেই থার্ড এসি ইকোনমি সম্পর্কে বিস্তারিত।
advertisement
advertisement
থার্ড এসি ইকোনমি ক্লাস:
3rd AC-এর থেকে কম ভাড়ায় 3rd AC-এর থেকে ভাল আরাম ও সুবিধা সহ নতুন AC ক্লাস দ্বারা ডিজাইন করেছে ভারতীয় রেল। এই সুবিধে অনেক ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে চালু করা হয়েছে। এই ক্লাসে ভ্রমণ সহজে ও স্বল্প খরচে এবং স্লিপার ক্লাসের টিকিটের দামের সামান্য বেশি মূল্যে করা যায় এবং সুবিধার ক্ষেত্রে কোনও সমঝোতা না করেও সহজেই গ্রীষ্মকালীন ভ্রমণ আরও আরামদায়ক করা যায়।
advertisement
বর্তমানে, এই ইকোনমি ক্লাসটি পাটনা ভাগলপুর বাঙ্কা ইন্টারসিটি এক্সপ্রেসে ইনস্টল করা হয়েছে এবং অন্যান্য অনেক রুটের ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলিতেও একই ধরনের সুবিধা দেওয়া হয়েছে।
ইকোনমি ক্লাসের এই ফর্ম্যাটটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বন্দে ভারত মেট্রো ট্রেনের ঘোষণার মতোই, ডিসেম্বরের মধ্যে খুব দ্রুত এটি সম্পূর্ণ করার জন্য রেলওয়ের প্রচেষ্টা চলছে। শীঘ্রই বিভিন্ন রুটে স্লিপার ক্লাসের পরিবর্তে 3RD AC ইকোনমি চালু করবে ভারতীয় রেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
April 18, 2023 8:47 AM IST