Train Cancellation: পুজোর মুখে রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! টানা এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন! রইল সম্পূর্ণ তালিকা

Last Updated:

Train Cancellation: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও ব্যাহত রেল পরিষেবা, এক সপ্তাহ ধরে বাতিল একাধিক ট্রেন! রেলের তরফ থেকে জানানো হয়েছে আজ, ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে।

আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে বিঘ্ন
আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে বিঘ্ন
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও ব্যাহত রেল পরিষেবা, এক সপ্তাহ ধরে বাতিল একাধিক ট্রেন! রেলের তরফ থেকে জানানো হয়েছে আজ, ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে এবং অনেক যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, “রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এতে যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও ভবিষ্যতের পরিষেবাকে উন্নত করতে এই পদক্ষেপ।”
রেলের একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, ১৯ ও ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ২১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার
আরও পড়ুনঃ ঝোপ পরিষ্কার করতে গিয়ে এ কী! থর থর কাঁপছে গোটা এলাকা, ঘটনাস্থলে যা দেখলেন…আতঙ্কে পাগল সবাই
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। ১৬ সেপ্টেম্বর টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। টাটানগর-আসানসোল-বরাভূম সেকশনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/ ১৮০২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। ১৬, ১৮, ১৯ ও ২১ সেপ্টেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। ১৫, ১৯ ও ২১ সেপ্টেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথ দিয়ে চলে যাবেন পাহাড়ি ‘এই’ ছোট্ট গ্রামে!  র‌ইল ঠিকানা
বিলম্বে যাত্রাপথ। ১৬ সেপ্টেম্বর দেরীতে ছাড়বে হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাটিয়া থেকে ১২০ মিনিট বিলম্বে ছাড়বে। ২১ সেপ্টেম্বর দেরীতে যাত্রা করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস, বক্সার থেকে ৯০ মিনিট দেরীতে ছাড়বে। ২১ সেপ্টেম্বর বিলম্বে যাত্রাপথ করবে ধানবাদ-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার। ধানবাদ থেকে ১ ঘণ্টা দেরীতে ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancellation: পুজোর মুখে রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! টানা এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন! রইল সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement