Indian Railways: কটক স্টেশনে ভয়াবহ ঘটনা! ভেঙে পড়ল স্টেশনের ছাদ, নীচে আটকে কত জন? গোটা স্টেশন যেন ধ্বংসস্তূপ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Railways: পূর্ব উপকূল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
কটক: ওড়িশার কটক রেলওয়ে স্টেশনের ছাদ ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্যহত ট্রেন পরিষেবা। এই ঘটনার জেরে আতঙ্কিত রেল যাত্রীরা। কটক স্টেশনে পূনর্নির্মাণের কাজ করছে রেল কর্তৃপক্ষ। বুধবার স্টেশনের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মে কিছু নির্মাণকাজ চলছিল।
advertisement
সেই সময়েই প্ল্যাটফর্ম দু’টির মাঝের দেওয়ালের একটি অংশ এবং তার সঙ্গে সঙ্গে ছাদের একটি অংশও ভেঙে পড়ে। এর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী এবং নির্মাণকর্মীদের মধ্যে। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, আহত হয়েছেন একজন।
advertisement
advertisement
পূর্ব উপকূল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ প্রচণ্ড জোরে একটি শব্দ হয়েছিল। তার পরেই ধুলোয় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। যাত্রী ও নির্মাণকর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
advertisement
এই দুর্ঘটনার ফলে ধ্বংসস্তূপ জমে গিয়েছে রেল লাইনের উপরে। যার ফলে ওই দুই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি ট্রেনের সময় পিছিয়ে দিতে হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে দাবি করেছে পূর্ব উপকূল রেলওয়ে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 8:40 PM IST