Indian Railways: বড় সুখবর! কাঞ্চনজঙ্ঘা, হাটেবাজারে এক্সপ্রেসে বাড়ল স্টপেজ! জানুন সময়সূচি
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: পুজোর মুখে এবার সুখবর ভারতীয় রেলের দু-দুটি ট্রেনে। কাঞ্চনজংঘা এক্সপ্রেস ও হাটেবাজারে এক্সপ্রেসের নতুন স্টপেজ দেওয়া হল। কোন কোন স্টেশনে ট্রেন থামবে জেনে নিন।
কলকাতা: পুজোর মুখে এবার সুখবর ভারতীয় রেলের দু-দুটি ট্রেনে। নিউ ময়নাগুড়ি স্টেশনে কাঞ্চনজংঘা এক্সপ্রেস ও একলাখি স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেসের নতুন স্টপেজ দেওয়া হল। রেল ভ্রমণকারীদের সুবিধার জন্য নিউ ময়নাগুড়ি স্টেশনে ৬ অক্টোবর, ২০২৩ থেকে ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস এবং ৭ অক্টোবর, ২০২৩ থেকে ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
এছাড়াও, ৭ অক্টোবর, ২০২৩ থেকে একলাখি স্টেশনে ট্রেন নং. ১৩১৬৩/১৩১৬৪ (শিয়ালদহ-সহরসা-শিয়ালদহ) হাটেবাজারে এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে। ৬ অক্টোবর, ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গের নিউ ময়নাগুড়ি স্টেশনে নতুন স্টপেজ দিয়ে কাঞ্চনজংঘা এক্সপ্রেসের শুভ সূচনা করেন মাননীয় সাংসদ ড. জয়ন্তকুমার রায়।
advertisement
advertisement
৭ অক্টোবর, ২০২৩ তারিখে একলাখি স্টেশনে নতুন স্টপেজের সঙ্গে হাটেবাজারে এক্সপ্রেসের শুভ সূচনা করেন মাননীয় সাংসদ শ্রী খগেন মুর্মু। এই কর্মসূচিগুলিতে ডিভিশনের রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি নিউ ময়নাগুড়ি স্টেশনে ১৯:১৬ মিনিটে পৌঁছবে এবং ১৯:১৮ টায় রওনা দেবে। উল্টোদিকে ডাউন ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি নিউ ময়নাগুড়ি স্টেশনে ০৬:০৫ মিনিটে পৌঁছবে এবং ০৬:০৭ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
ট্রেন নং. ১৩১৬৩ (শিয়ালদহ-সহরসা) হাটেবাজারে এক্সপ্রেস ট্রেনটি একলাখি স্টেশনে ০৫:০৪ মিনিটে পৌঁছবে এবং ০৫:০৬ মিনিটে ছেড়ে যাবে। ডাউন লাইনে ট্রেন নং. ১৩১৬৪ (সহরসা-শিয়ালদহ) হাটেবাজারে এক্সপ্রেস ট্রেনটি একলাখি স্টেশনে ২১:৫৮ মিনিটে পৌঁছবে এবং ২২:০০ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলগুলির যে সমস্ত যাত্রী রাজধানী আগরতলায় যাতায়াত করেন তাঁদের জন্য এই দুটি ট্রেনের নতুন স্টপেজ যাত্রা আরও সহজ করবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট ও এনটিইএস-এর মাধ্যমে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই বিষয়ে যাবতীয় সূচিত করা হয়েছে। যাত্রা করার আগে সময়সূচি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে রেলের তরফে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
October 08, 2023 6:28 PM IST