Viral: লোকাল ট্রেনে রোজ 'ডেইলি প্যাসেঞ্জারি' করে 'রহস্যময়' এই কুকুর! কারণ শুনলে চমকে যাবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral : নির্দিষ্ট স্টেশনে উঠে আবার নির্দিষ্ট স্টেশনে নেমে যায় কুকুরটি। আর পাঁচজন নিত্যযাত্রীরা মতোই। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দেশেরই একটি রুটে। অদ্ভুত এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিন্তু কারণ কী?
ভাইরাল: একদিন দু'দিন নয়। ট্রেনে চড়ে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় যায় একটি কুকুর। নির্দিষ্ট স্টেশনে উঠে আবার নির্দিষ্ট স্টেশনে নেমে যায় কুকুরটি। আর পাঁচজন নিত্যযাত্রীরা মতোই। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দেশেরই একটি রুটে। অদ্ভুত এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কিন্তু কারণ কী?
advertisement
সম্প্রতি মুম্বই-এ লোকাল ট্রেনের নিয়মিত যাত্রীদের 'ইন্ডিয়া কালচারাল হাব' শীর্ষক ইনস্টাগ্রাম পোস্ট আচমকা সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। শেয়ার করা ভিডিওটিতে বরিভালি স্টেশনে একটি কুকুরকে মুম্বই লোকাল ট্রেনে উঠতে দেখা যাচ্ছে। আরও চমকপ্রদ ব্যাপার হল ট্রেনে যাত্রীদের ওঠা-নামার মধ্যেই কিন্তু ওই কুকুর যাত্রীটি বেশ স্বচ্ছন্দে ট্রেনে চড়ে বসে আর পাঁচজন নিত্যযাত্রীদের মতোই।
advertisement
advertisement
advertisement
advertisement
গত ১৩ মে শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৮.৮ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং এই সংখ্যা এখনও বেড়েই চলেছে৷ একজন নেটিজেন ভিডিওটি দেখে মন্তব্য করেন এই ধরনের গল্পগুলি 'শান্তিপূর্ণ সহাবস্থানের' এক অদ্ভুত দৃষ্টান্ত! একদিকে এতো ভিড়েও কেউ কুকুরটিকে বিরক্ত করে না আবার অন্যদিকে কুকুরটিও কিন্তু কাউকে জ্বালাতন করে না।' অপর একজন ব্যক্তি লিখেছেন, "এই কুকুরটি আসলে একটি ৯ -৫টা চাকরি করে।"