Indian Railways: বড় ঘোষণা! পণ্য পরিবহণে রেকর্ড গড়তে চায় উত্তর পূর্ব সীমান্ত রেল

Last Updated:

Indian Railways: পণ্যসামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে মাসের পর মাস যথাযথ বৃদ্ধি বজায় রাখার ফলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে ১০.২৪ মিলিয়ন টন (এমটি) পণ্যসামগ্রী লোডিং করার কৃতিত্ব অর্জন করেছে।

ত্রিপুরাঃ পণ্য লোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েযথাযথ বৃদ্ধি বজায় রেখেছে। পণ্যসামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে মাসের পর মাস যথাযথ বৃদ্ধি বজায় রাখার ফলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে ১০.২৪ মিলিয়ন টন (এমটি) পণ্যসামগ্রী লোডিং করার কৃতিত্ব অর্জন করেছে। ২০২৪-এর এপ্রিল মাসের সময় এই জোন ০.৮৪৪ এমটি পণ্যসামগ্রী লোড করেছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় সংশ্লিষ্ট মাসে কিছু সামগ্রীর লোডিংরয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে। ওই মাসে খাদ্য শস্য লোডিঙের ক্ষেত্রে ১৯.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে, সার লোডিঙের ক্ষেত্রে ৩০০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুনঃ নজরে ষষ্ঠ দফার ভোট! মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে আজ থেকে টানা প্রচারে মমতা
পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় পিওএল লোডিং ৪২.৯ শতাংশ বৃদ্ধির পাশাপাশি কনটেনার লোডিং ৩৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী ২০২২-২৩ অর্থ বর্ষের একই সময়ের তুলনায় বিগত অর্থবর্ষে খাদ্য শস্য সামগ্রীর লোডিং ১৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিগত অর্থবর্ষে কনটেনার লোডিং ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। মার্চ মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১৩০৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা গত ফেব্রুয়ারি, ২০২৪-তে আনলোড করা ১২৩৮টি রেকের তুলনায় এটি প্রায় ৫.৪৯% অধিক।
advertisement
প্রকৃতপক্ষে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৩-২৪ অর্থবছরে সামগ্রিকভাবে ১৪০৫৬টি মালবাহী রেক আনলোড করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, সবজি, অটো, ট্যাঙ্ক, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। অসমে পণ্যবাহী ট্রেনের ৭৪৬টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৬৭টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১০৬টি রেক, নাগাল্যান্ডে ২৪টি রেক, অরুণাচল প্রদেশে ৯টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৭টি রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২৩০টি পণ্য রেক ও বিহারে ১৮২টি পণ্য রেক আনলোড করা হয়।
advertisement
advertisement
কেবল সাধারণ মানুষের অপরিহার্য প্রয়োজনীয়তা পূরণের জন্যই নয়, সেই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক কার্যকলাপ গতিশীল ও বৃদ্ধি করার উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য পণ্যগুলি নিয়মিত পরিবহন করা হচ্ছে।উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও পণ্য শেডের চালু করা ফলে গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য একটি সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেকগুলি আনলোড এবং খালী করার জন্য আনলোডিং কাজটিকে আরও সুবিধাজনক করে তুলেছে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ড সময় হ্রাস এবং আনলোডিং দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বড় ঘোষণা! পণ্য পরিবহণে রেকর্ড গড়তে চায় উত্তর পূর্ব সীমান্ত রেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement