Diwali Special Trains: দীপাবলি ও ছটপুজোর ছুটিতে বেড়াতে যাচ্ছেন? রইল একগুচ্ছ বিশেষ ট্রেন ও একাধিক ট্রেনের বাড়তি কোচের খবর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Diwali Special Trains: শিয়ালদহ বিভাগ বিশেষ ট্রেন পরিষেবা এবং অতিরিক্ত কোচের পরিবর্ধনের ঘোষণা করতে পেরে খুশি। তাঁদের আশা, এই পরিষেবা যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাবে ।
কলকাতা: শিয়ালদহ বিভাগ দীপাবলি এবং ছট পূজার জন্য বিশেষ ট্রেন এবং অতিরিক্ত কোচ ঘোষণা করেছে।ভারতীয় রেল সর্বোচ্চ সংখ্যক বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ঘোষণা করেছে আসন্ন দীপাবলি এবং ছট পূজার সময় প্রচুর ভিড়ে যাত্রীদের সুবিধার্থে। সেই প্রচেষ্টার অংশ হিসাবে, শিয়ালদহ বিভাগ নিম্নোক্ত বিশেষ ট্রেন পরিষেবা এবং অতিরিক্ত কোচের পরিবর্ধনের ঘোষণা করতে পেরে খুশি। তাঁদের আশা, এই পরিষেবা যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাবে ।
১. শিয়ালদহ – দ্বারভাঙা:ট্রেন নং 03119 চলবে ১.১১.২৪ এবং ৮.১১.২৪ (শুক্রবার)।২. *শিয়ালদহ – গোরক্ষপুর*: ট্রেন নং 03121 চলবে ৭.১১.২৪ (বৃহস্পতিবার)।৩. *কলকাতা – পাটনা*: ট্রেন নং 03123 চলবে ৩.১১.২৪ এবং ১০.১১.২৪ (রবিবার)।
*অতিরিক্ত কোচ পরিবর্ধন*:
advertisement
ট্রেন নং 13185 (শিয়ালদাহ – জয়নগর) ১ নভেম্বর, ২০২৪ থেকে ১০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর (GS) কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে৷
advertisement
২৯.১০.২৪ তারিখে নিম্নলিখিত ট্রেনগুলিতে বার্থ উপলব্ধ:-
• ট্রেন নং 03119 শিয়ালদহ – দরভাঙ্গা: ১.১১.২৪: 3AC – ৯৩৯ উপলব্ধ১.১১.২৪ : 3AC- ৯৭৪ উপলব্ধ
• ট্রেন নং 03121 শিয়ালদহ – গোরখপুর: ৭.১১.২৪ : স্লিপার – ৮৪৯ উপলব্ধ
• ট্রেন নং 03123 কলকাতা – পাটনা: ৩.১১.২৪ : স্লিপার – ২০ উপলব্ধ, 3AC – ৮ অপেক্ষা তালিকাভুক্ত১০.১১.২৪ : স্লিপার – ৪৬৮ উপলব্ধ, 3AC – ২৯ উপলব্ধ
advertisement
আরও পড়ুন : ফুলকপি কি ব্লাড সুগারে খাওয়া যায়? ডায়াবেটিস হু হু করে বাড়ে ফুলকপিতে? জানুন মধুমেহ রোগে এটা খাবেন কি না
একাধিক স্পেশাল ট্রেন চালানোর পরেও টিকিটের চাহিদা থেকেই যায়৷ তাই আরও স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাঁদের ভ্রমণের পরিকল্পনা আগে থেকে ভালভাবে করতে এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সত্বর তাদের টিকিট বুক করতে। সর্বশেষ আপডেট এবং রিয়েল-টাইম ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য, অনুগ্রহ করে ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দেখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 9:00 AM IST