Indian Railway Service: রেলযাত্রীদের জন্য সুখবর! অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে বাড়ল চার জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা

Last Updated:

Indian Railway Service: এই ট্রেন পরিষেবাগুলির মেয়াদ বৃদ্ধির ফলে সেই রুটে অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীদের উপকৃত করবে।এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরিষেবা উভয় দিক থেকে চারটি করে ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
পরিষেবা উভয় দিক থেকে চারটি করে ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
কলকাতা : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য, চার জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৫৬৭১/০৫৬৭২ (গুয়াহাটি-আনন্দ বিহার টার্মিনাল-গুয়াহাটি) ও ০৫৯১৯/০৫৯২০ (নিউ তিনসুকিয়া-ভগত কী কোঠী-নিউ তিনসুকিয়া)-এর পরিষেবা উভয় দিক থেকে একটি করে ট্রিপের জন্য এবং ট্রেন নং. ০৫৭৩৪/০৫৭৩৩ (কাটিহার-অমৃতসর-কাটিহার) ও ০২৫২৫/০২৫২৬ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা)-এর পরিষেবা উভয় দিক থেকে চারটি করে ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্পেশাল ট্রেনগুলি বর্তমান পরিষেবার দিন, সময়, গঠন ও স্টপেজ-সহ চলাচল করবে।সেই অনুসারে, ট্রেন নং. ০৫৬৭১ (গুয়াহাটি-আনন্দ বিহার টার্মিনাল) সাপ্তাহিক স্পেশাল ২১ আগস্ট, ২০২৪ তারিখ বুধবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৬৭২ (আনন্দ বিহার টার্মিনাল-গুয়াহাটি) সাপ্তাহিক স্পেশাল ২৩ আগস্ট, ২০২৪ তারিখ শুক্রবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
advertisement
অন্যদিকে, ট্রেন নং. ০৫৯১৯ (নিউ তিনসুকিয়া-ভগত কী কোঠী) সাপ্তাহিক স্পেশাল ১৯ আগস্ট, ২০২৪ তারিখ সোমবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৫৯২০ (ভগত কী কোঠী-নিউ তিনসুকিয়া) সাপ্তাহিক স্পেশাল ২৩ আগস্ট, ২০২৪ তারিখ শুক্রবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।ট্রেন নং. ০৫৭৩৪ (কাটিহার-অমৃতসর) সাপ্তাহিক স্পেশাল ২২ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : গাড়ির মালিকদের জন্য স্বস্তি! যানবাহন থেকে দূষণ ছড়ানোর ঘটনায় জরিমানা ১০ হাজার থেকে এক লপ্তে কমল অনেকটাই! জানুন এবার থেকে কত টাকা দিতে হবে
ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর-কাটিহার) সাপ্তাহিক স্পেশাল ২৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) সাপ্তাহিক স্পেশাল ১৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) সাপ্তাহিক স্পেশাল ১৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবারে চলাচলের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।এই ট্রেন পরিষেবাগুলির মেয়াদ বৃদ্ধির ফলে সেই রুটে অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীদের উপকৃত করবে।এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway Service: রেলযাত্রীদের জন্য সুখবর! অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে বাড়ল চার জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement