Indian Railway News: উৎসবের মরশুমে বিরাট সুখবর! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল..., জানলে আনন্দে লাফাবেন

Last Updated:

Indian Railway News: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব এবং শীতের মরশুমে যাত্রীদের জন্য ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) অধীনে চার জোড়া স্পেশ্যাল স্টিম এবং ডিজেল রাইড এবং চারটি স্পেশ্যাল ডিজেল জয়রাইড ট্রেন পরিষেবা পরিচালনের সিদ্ধান্ত নিয়েছে।

* বাড়ছে টয় ট্রেন, উৎসবের মরসুমে দারুণ খবর শোনাল DHR
* বাড়ছে টয় ট্রেন, উৎসবের মরসুমে দারুণ খবর শোনাল DHR
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব এবং শীতের মরশুমে যাত্রীদের জন্য ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) অধীনে চার জোড়া স্পেশ্যাল স্টিম এবং ডিজেল রাইড এবং চারটি স্পেশ্যাল ডিজেল জয়রাইড ট্রেন পরিষেবা পরিচালনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ডিএইচআর এই ব্যস্ত মরসুমে হাজার হাজার স্থানীয় এবং বিদেশী পর্যটকদের আগমন ঘটে।
এই বিশেষ পরিষেবাগুলির পরিচালনের ফলে তাদের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করবে। সেই অনুযায়ী, ট্রেন নং. ০২৫৪২ (দার্জিলিং – কার্শিয়াং) ফেস্টিভ স্পেশ্যাল স্টিম রাইড ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে। ট্টেনটি দার্জিলিং থেকে ০৯:১০ ঘণ্টায় রওনা দিয়ে ১৩:২০ ঘণ্টায় কার্শিয়াং পৌঁছাবে। ট্রেন নং. ০২৫৪৩ (কার্শিয়াং – দার্জিলিং) ফেস্টিভ স্পেশ্যাল স্টিম রাইড ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রত্যেক রবিবারে চলবে।
advertisement
advertisement
ট্টেনটি কার্শিয়াং থেকে ১২:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১৭:০২ ঘণ্টায় দার্জিলিং পৌঁছাবে।ট্রেন নং. ০২৫৪৪/০২৫৪৫ (কার্শিয়াং – মহানদী – কার্শিয়াং) সানসেট স্পেশ্যাল স্টিম রাইড ২০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শনিবারে চলবে। ট্টেনটি কার্শিয়াং থেকে ১৫:৩০ ঘন্টায় রওনা দিয়ে ১৬:৩০ ঘণ্টায় মহানদী পৌঁছাবে এবং ফেরৎ যাত্রায় ট্রেন নং. ০২৫৪৫ মহানদী থেকে ১৬:৫০ ঘণ্টায় রওনা দিয়ে ১৭:৩০ ঘন্টায় কার্শিয়াং পৌঁছাবে। ট্রেন নং. ০২৫৫২/০২৫৫১ (কার্শিয়াং – মহানদী – কার্শিয়াং) সানরাইজ স্পেশ্যাল স্টিম রাইড ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রত্যেক রবিবারে চলবে।
advertisement
ট্টেন নং. ০২৫৫২ কার্শিয়াং থেকে ০৭:১৫ ঘণ্টায় রওনা দিয়ে ০৮:১৫ ঘণ্টায় মহানদী পৌঁছাবে এবং ট্রেন নং. ০২৫৫১ মহানদী থেকে ০৮:৪০ ঘণ্টায় রওনা দিয়ে ০৯:৩০ ঘণ্টায় কার্শিয়াং পৌঁছাবে।ট্রেন নং. ০২৫৫৩/০২৫৫৪ (শিলিগুড়ি জং. – রংটং – শিলিগুড়ি) টি, টিম্বার স্পেশ্যাল ডিজেল রাইড ১৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শুক্রবার, শনিবার ও রবিবারে চলবে। ট্টেন নং. ০২৫৫৩ শিলিগুড়ি জং. থেকে ১২:০০ ঘণ্টায় রওনা দিয়ে ১৩:১৫ ঘন্টায় রংটং পৌঁছাবে এবং ট্রেন নং. ০২৫৫৪ রংটং থেকে ১৬:১৫ ঘণ্টায় রওনা দিয়ে ১৭:৩০ ঘণ্টায় শিলিগুড়ি জং. পৌঁছাবে।২০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৫ জানুয়ারী ২০২৬ পর্যন্ত প্রতিদিন চারটি স্পেশ্যাল ডিজেল জয়রাইড চলাচল করবে।
advertisement
এই ট্রেনগুলি দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে চলাচল করবে। এই ট্রেনগুলি ০৩টি প্রথম শ্রেণীর কোচ কোচের সঙ্গে চলবে। ট্রেন নং. ৫২৫৯২ (দার্জিলিং – ঘুম – দার্জিলিং) মর্নিং ডিজেল জয়রাইডের পরিষেবা ২০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাহাল থাকবে। এই ট্রেনটি দার্জিলিং থেকে ০৭:১৫ ঘণ্টায় রওনা দিয়ে ০৮:০০ ঘণ্টায় ঘুম পৌঁছাবে এবং ঘুম থেকে ০৮:২০ ঘন্টায় রওনা দিয়ে ০৮:৫০ ঘন্টায় দার্জিলিং পৌঁছাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway News: উৎসবের মরশুমে বিরাট সুখবর! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল..., জানলে আনন্দে লাফাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement