Indian Railway: ১ লক্ষ ৬০ হাজার টাকা...বিনা টিকিটের যাত্রী ধরতে পথে নামলেন খোদ রেলের শীর্ষকর্তা! বড় কাণ্ড
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railway: এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী ধরতে খোদ রাস্তায় নামলেন পূর্ব রেলের পিসিসিএম।
প্রতিদিন বাড়ছিল বিনা টিকিটে যাত্রীদের যাতায়াতের সংখ্যা। এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী ধরতে খোদ রাস্তায় নামলেন পূর্ব রেলের পিসিসিএম। টিকিট পরীক্ষকদের সঙ্গে নিয়েই একটা নির্দিষ্ট সেকশনে চালানো হল অভিযান। পূর্ব রেলওয়ে রামপুরহাট-পাকুর সেকশনে নিবিড় টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে, পিসিসিএমের নেতৃত্বে।
টিকিটবিহীন ভ্রমণ রোধ এবং রেলওয়ে নিয়ম মেনে চলা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, পূর্ব রেলওয়ে গত কয়েকদিন ধরেই, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত, হাওড়া ডিভিশনের অধীনে রামপুরহাট স্টেশন, পাকুর স্টেশন এবং রামপুরহাট-পাকুর সেকশনে চলমান ট্রেনগুলিতে একটি বিশেষ নিবিড় টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের নেতৃত্ব দেন পূর্ব রেলওয়ের প্রধান প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পিসিসিএম) এবং তার সঙ্গে ছিলেন বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক, হাওড়া।
advertisement
advertisement
টিকিট চেকিং অভিযানটি সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছিল, যার মধ্যে ৪ জন বাণিজ্যিক পরিদর্শক, ১৭ জন ভ্রমণকারী টিকিট পরীক্ষক (টিটিই) এবং ১১ জন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মী* ছিলেন। পিসিসিএম/পূর্ব রেলওয়ের নেতৃত্বে, দলটি স্টেশন প্রাঙ্গণ এবং চলমান ট্রেনগুলির বিস্তৃত কভারেজ নিশ্চিত করেছিলেন।
advertisement
এই অভিযানে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে, মোট ৩৬৮টি টিকিট অনিয়মের ঘটনা সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৪৪টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযান চলাকালীন মোট ১,৬৬,২৬০ টাকা জরিমানা এবং জরিমানা আদায় করা হয়েছে। এই সফল অভিযানটি পূর্ব রেলওয়ের রাজস্ব সুরক্ষা এবং ন্যায্য ভ্রমণ অনুশীলনের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে, যা প্রকৃত যাত্রীদের স্বার্থ রক্ষা করে।
advertisement
পূর্ব রেলের পিসিসিএম জানিয়েছেন, বিনা টিকিটের ভ্রমণ আইনত অপরাধ , তাই পূর্ব রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক দায়িত্বশীল ভ্রমণ আচরণের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং জরিমানা এবং অসুবিধা এড়াতে সকল যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে শৃঙ্খলা বজায় রাখতে এবং মসৃণ রেলওয়ে কার্যক্রম নিশ্চিত করতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 11:17 AM IST