বিশ্ব দরবারে ভারতের ছেলে সমুন্য সুরেকারের তিনটি পদক জয়
- Published by:Pooja Basu
- Reported by:Manash Basak
Last Updated:
ভারতবর্ষ গর্বের সঙ্গে ২১তম স্থান অধিকার করে এবং ৯টি মেডেল জেতে।
ভিয়েনা: বিশ্বের দরবারে ভারতীয় ছেলের তিনটি পদক জয়। ইন্টারন্যাশনাল স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হয় “ইস্কা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ”। গত অক্টোবর মাস থেকে আয়োজিত হয় এই অনুষ্ঠান ভিয়েনা অস্ট্রিয়াতে। যেখানে সারা বিশ্বের ৪২ টি দেশ থেকে ১৯০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন৷
ভারতবর্ষ যেখানে গর্বের সঙ্গে ২১তম স্থান অধিকার করে এবং ৯টি মেডেল জেতে। ভারতবর্ষের ছেলে সমুন্য সুরেকা, ৪ বছর, বিভাগে তিনটি পদক জিতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। রুপোর পদক জিতেছে মুয়াথাই সেক্সানে, ব্রোঞ্জের পদক জিতেছে সেমি কনটেস্টে ও আরও একটি ব্রোঞ্জের পদক জিতেছে লাইট কনটেস্টে।
advertisement
advertisement
তিনটি পদক জিতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে ভারতের ছেলে সমুন্য সুরেকা জানান ” আমার জন্মভূমি ভারতবর্ষের জন্য খেলা আমার বড়ো সৌভাগ্য। এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের জন্য লড়াই করাটা আমার ভাগ্য। আশা করছি পরবর্তীতে আরও ভালভাবে নিজেকে প্রস্তুত করে অংশগ্রহণ করব পরবর্তী খেলাগুলোতে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 4:12 PM IST