Winter Tour: ২দিনে জীবন বদলে যাবে, শীতে এই পাহাড়ি গ্রামে যেন এক টুকরো স্বর্গ! যাওয়া-আসার খরচও নামমাত্র

Last Updated:
Alipurduar News: ট্রেক করতে ভালবাসেন?এই শীতে ডেস্টিনেশন হতে পারে এই পাহাড়ি গ্রাম৷ এই এলাকাটিকে ঘিরে রেখেছে ভুটান পাহাড়।পূর্ণিমার সময় গেলে পাহাড়ের গা ঘেঁষে বেরতে দেখা যায় চাঁদকে।আর সকালের সূর্যদয় যেন এই এলাকার অন‍্যতম আকর্ষণ।
1/7
যদি আপনার পছন্দ ট্রেক করা হয়, তাহলে আলিপুরদুয়ার জেলার এই স্থান আপনাকে স্বাগত জানাচ্ছে।বক্সা পাহাড়ের গ্রামগুলি ঘুরে যান এই শীতেই।পাবেন ডুকপা জনজাতির মানুষের আতিথেয়তা। (Annanya Dey)
যদি আপনার পছন্দ ট্রেক করা হয়, তাহলে আলিপুরদুয়ার জেলার এই স্থান আপনাকে স্বাগত জানাচ্ছে।বক্সা পাহাড়ের গ্রামগুলি ঘুরে যান এই শীতেই।পাবেন ডুকপা জনজাতির মানুষের আতিথেয়তা। (Annanya Dey)
advertisement
2/7
আলিপুরদুয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটারের পথ সন্তালাবাড়ি। রাজাভাতখাওয়া দিয়ে পৌঁছতে হবে সন্তালাবাড়ি। রাজাভাতখাওয়ার চেকপোস্টে অনুমতি পত্র নিতে হবে।সেই অনুমতি পত্র সঙ্গে রাখতে হবে। হারিয়ে ফেললে চলবে না।
আলিপুরদুয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটারের পথ সন্তালাবাড়ি। রাজাভাতখাওয়া দিয়ে পৌঁছতে হবে সন্তালাবাড়ি। রাজাভাতখাওয়ার চেকপোস্টে অনুমতি পত্র নিতে হবে।সেই অনুমতি পত্র সঙ্গে রাখতে হবে। হারিয়ে ফেললে চলবে না।
advertisement
3/7
এই সন্তালাবাড়ি থেকে আরও ১৫ কিলোমিটার গেলে ভিউ পয়েন্ট। এখানে মিলবে ছোট পার্ক। এই পার্কে রয়েছে দুটি দোলনা। এখান থেকে দেখা যায় আলিপুরদুয়ার শহরটিকে।
এই সন্তালাবাড়ি থেকে আরও ১৫ কিলোমিটার গেলে ভিউ পয়েন্ট। এখানে মিলবে ছোট পার্ক। এই পার্কে রয়েছে দুটি দোলনা। এখান থেকে দেখা যায় আলিপুরদুয়ার শহরটিকে।
advertisement
4/7
শাল,সেগুনের জঙ্গল ধরেই চলবে ট্রেকিং। চড়াই উৎড়াই রাস্তা এটি। জিরো পয়েন্ট থেকে এই পার্কে আসতে হাঁটতে হবে ৩ কিমি।এই পথ ধরে প্রায় ৫ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন বক্সা ফোর্টে।এই ফোর্টের মাঠে দেখা যায় ডুকপা যুবকদের আর্চারীর অনুশীলন করতে।
শাল,সেগুনের জঙ্গল ধরেই চলবে ট্রেকিং। চড়াই উৎড়াই রাস্তা এটি। জিরো পয়েন্ট থেকে এই পার্কে আসতে হাঁটতে হবে ৩ কিমি।এই পথ ধরে প্রায় ৫ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন বক্সা ফোর্টে।এই ফোর্টের মাঠে দেখা যায় ডুকপা যুবকদের আর্চারীর অনুশীলন করতে।
advertisement
5/7
বক্সা ফোর্ট থেকে আরও ৩ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন লেপচাখা। পাহাড়ের কোলে সুন্দর গ্রাম লেপচাখা। ট্রেক করে পৌঁছনর পর এলাকার নৈসর্গিক দৃশ‍্য দেখলেই সমস্ত কষ্ট দুর হয়ে যাবে। বক্সা ফোর্ট ধরে যাওয়া যায় তাসিগাঁও এলাকাতেও।সমুদ্রপৃষ্ঠ থেকে থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বক্সা পাহাড়।
বক্সা ফোর্ট থেকে আরও ৩ কিমি হাঁটলেই পৌঁছে যাবেন লেপচাখা। পাহাড়ের কোলে সুন্দর গ্রাম লেপচাখা। ট্রেক করে পৌঁছনর পর এলাকার নৈসর্গিক দৃশ‍্য দেখলেই সমস্ত কষ্ট দুর হয়ে যাবে। বক্সা ফোর্ট ধরে যাওয়া যায় তাসিগাঁও এলাকাতেও।সমুদ্রপৃষ্ঠ থেকে থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বক্সা পাহাড়।
advertisement
6/7
এটি ভুটান সীমান্তে অবস্থিত একটি এলাকা।গ্রাম গুলির মাঝে রয়েছে তিব্বতি গুম্ফা।সকাল শুরু হয় বৌদ্ধভিক্ষুদের প্রার্থনার আওয়াজে।ডুকপা জনজাতির মহিলাদের নাচ,গান এক কথায় মুগ্ধ করবে আপনাদের।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন,"পর্যটনের প্রসার ঘটাতে জেলাপ্রশাসনের তরফে নানান উদ‍্যোগ নেওয়া হয়েছে।এবারে ডুকপা উৎসব হয়েছে।এলাকার রাস্তাটি কতটা ঠিক করা যায় তা আমরা দেখছি।"
এটি ভুটান সীমান্তে অবস্থিত একটি এলাকা।গ্রাম গুলির মাঝে রয়েছে তিব্বতি গুম্ফা।সকাল শুরু হয় বৌদ্ধভিক্ষুদের প্রার্থনার আওয়াজে।ডুকপা জনজাতির মহিলাদের নাচ,গান এক কথায় মুগ্ধ করবে আপনাদের।জেলাশাসক আর বিমলা জানিয়েছেন,"পর্যটনের প্রসার ঘটাতে জেলাপ্রশাসনের তরফে নানান উদ‍্যোগ নেওয়া হয়েছে।এবারে ডুকপা উৎসব হয়েছে।এলাকার রাস্তাটি কতটা ঠিক করা যায় তা আমরা দেখছি।"
advertisement
7/7
এই এলাকাটিকে ঘিরে রেখেছে ভুটান পাহাড়।পূর্ণিমার সময় গেলে পাহাড়ের গা ঘেঁষে বেরতে দেখা যায় চাঁদকে।আর সকালের সূর্যদয় যেন এই এলাকার অন‍্যতম আকর্ষণ।
এই এলাকাটিকে ঘিরে রেখেছে ভুটান পাহাড়।পূর্ণিমার সময় গেলে পাহাড়ের গা ঘেঁষে বেরতে দেখা যায় চাঁদকে।আর সকালের সূর্যদয় যেন এই এলাকার অন‍্যতম আকর্ষণ।
advertisement
advertisement
advertisement