Indian Navy rescues Pakistani fishermen: জলদস্যুদের কবলে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী, বাঁচাল ভারতীয় নৌবাহিনী! আরব সাগরে রূদ্ধশ্বাস অভিযান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল ভোররাত থেকে এই অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷
মুম্বই: আরব সাগরে সোমালি জলদসুদের হাত থেকে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী৷ ১২ ঘণ্টা ধরে চলা রূদ্ধশ্বাস অভিযানের শেষে নিরাপদে ওই পাকিস্তানি মৎস্যজীবীদের উদ্ধার করা হয়৷ নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে৷
গতকাল ভোররাত থেকে এই অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই অভিযানে যোগ দেয় ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম আর একটি যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিশূল৷
advertisement
advertisement
#INSSumedha intercepted FV Al-Kambar during early hours of #29Mar 24 & was joined subsequently by the guided missile frigate #INSTrishul.
After more than 12 hrs of intense coercive tactical measures as per the SOPs, the pirates on board the hijacked FV were forced to surrender.… https://t.co/2q3Ihgk1jn pic.twitter.com/E2gtTDHVKu
— SpokespersonNavy (@indiannavy) March 29, 2024
advertisement
জানা গিয়েছে, শুক্রবার আপতকালীন বার্তায় সাড়া দিয়ে ইরানের ওই মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে৷ আরব সাগরে সকরটা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে থাকাকালীন অবস্থায় ওই মাছ ধরার ট্রলারটি ছিনতাই হয়৷ ৯ জন সশস্ত্র জলদস্যু ওই ট্রলারটির দখল নেয়৷
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওরকম রক্তপাত ছাড়াই সোমালি জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে৷ এ মাসে এই নিয়ে দ্বিতীয় অভিযানে সফল ভাবে জলদস্যুদের হাত থেকে মৎস্যজীবীদের উদ্ধার করল৷ সেবারে ৩০ জন জলদস্যুকে কাবু করে ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2024 11:01 AM IST