Indian Navy rescues Pakistani fishermen: জলদস্যুদের কবলে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী, বাঁচাল ভারতীয় নৌবাহিনী! আরব সাগরে রূদ্ধশ্বাস অভিযান

Last Updated:

গতকাল ভোররাত থেকে এই অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷

ছিনতাই হয়ে যাওয়া এই ট্রলারেই ছিলেন পাকিস্তানি মৎস্যজীবীরা৷ ছবি- ভারতীয় নৌবাহিনী
ছিনতাই হয়ে যাওয়া এই ট্রলারেই ছিলেন পাকিস্তানি মৎস্যজীবীরা৷ ছবি- ভারতীয় নৌবাহিনী
মুম্বই: আরব সাগরে সোমালি জলদসুদের হাত থেকে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী৷ ১২ ঘণ্টা ধরে চলা রূদ্ধশ্বাস অভিযানের শেষে নিরাপদে ওই পাকিস্তানি মৎস্যজীবীদের উদ্ধার করা হয়৷ নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে৷
গতকাল ভোররাত থেকে এই অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ আইএনএস সুমেধা প্রথমে ছিনতাই হয়ে যাওয়া ট্রলার আল কম্বর নামে ওই মাছ ধরার ট্রলারটির পিছু নেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই অভিযানে যোগ দেয় ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম আর একটি যুদ্ধ জাহাজ আইএনএস ত্রিশূল৷
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, শুক্রবার আপতকালীন বার্তায় সাড়া দিয়ে ইরানের ওই মাছ ধরার ট্রলারটিকে ধাওয়া করে৷ আরব সাগরে সকরটা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে থাকাকালীন অবস্থায় ওই মাছ ধরার ট্রলারটি ছিনতাই হয়৷ ৯ জন সশস্ত্র জলদস্যু ওই ট্রলারটির দখল নেয়৷
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওরকম রক্তপাত ছাড়াই সোমালি জলদস্যুদের আত্মসমর্পণে বাধ্য করে৷ এ মাসে এই নিয়ে দ্বিতীয় অভিযানে সফল ভাবে জলদস্যুদের হাত থেকে মৎস্যজীবীদের উদ্ধার করল৷ সেবারে ৩০ জন জলদস্যুকে কাবু করে ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Navy rescues Pakistani fishermen: জলদস্যুদের কবলে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী, বাঁচাল ভারতীয় নৌবাহিনী! আরব সাগরে রূদ্ধশ্বাস অভিযান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement