Dev: 'তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই!', কর্মিসভায় বিস্ফোরক দেব, দিলেন ব্যাখ্যাও

Last Updated:

গতকাল ডেবরার একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের তারকা প্রার্থীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, অন্য কোনও দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই৷

ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷
ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷
ঘাটাল: এবার জিতলে সাংসদ হিসেবে জয়ের হ্যাটট্রিক হবে তাঁর৷ জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও দলের ভিতরের অন্তর্দ্বন্দ্বই যে তাঁর বড় চিন্তার কারণ, তা স্পষ্ট করে দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ গতকাল ডেবরার একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের তারকা প্রার্থীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, অন্য কোনও দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই৷
ডেবরার ওই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব দাবি করেন, বাংলায় তৃণমূলকে হারানোর মতো সংগঠন অন্য কোনও দলেরই নেই৷ দেব বলেন, বাংলায় তৃণমূলের সংগঠন সবথেকে শক্তিশালী৷ ধারেকাছে অন্য কোনও দল নেই৷ তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই৷ এটা ২০১৯-এই আমি বুঝেছিলাম৷ সবাই পদ চায়, নেতা হতে চায়৷ কিন্তু আসলে আপনারা দলের থেকে সম্মানটুকু চান৷ আপনারা দলের জন্য আপনারা জীবন দিয়ে দিতে পারেন, এটা নিয়ে আমার কোনও প্রশ্ন নেই৷ মনে রাখবেন, দল থাকলে আমরা সবাই থাকব৷ দল জিতলে সবাই জিতব, দলের সম্মান আমাদের সম্মান৷ ২২০১৯-এ কী হয়েছে ভুলে যান৷ যদি আমরা রাগ, অভিমান সব ভুলে গিয়ে লড়তে পারি তাহলে মনে হয় ডেবরা থেকে আমরা যা লিড পাব তা নিয়ে ভাবতে হবে না৷
advertisement
advertisement
দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে অবশ্য তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাঝ্যায়৷ তাঁর অভিযোগ, এই মন্তব্য করে আসলে নিজের দলের নিচুতলার কর্মীদেরই অপমান করেছেন দেব৷ দেবকে সারা বছর এলাকায় দেখা যায় না বলে দাবি করে হিরণ বলেন, ‘এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক নয়৷ তবে একটা কথা বলব, এর থেকে পরিষ্কার নিজের দলের নিচুতলার কর্মীদের উনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন৷ না হলের নিজের দলের সম্পর্কে কেউ এরকম বলতে পারে? এই কর্মীরা রোদে পুড়ে, জলে ভিজে প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে পাঠান৷ উনি তো ভোটের সময় একবার আসেন, তার পর পাঁচ বছরে আর দেখা যায় না৷ দশ বছর ধরে তো কর্মীরাই জমিটা তৈরি করেছেন৷ ওনার হয়ে ওনার দলের কর্মীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি৷’
advertisement
এ বারের নির্বাচনে প্রথমে ভোটে দাঁড়াতে রাজি হননি দেব৷ তার অন্যতম প্রধান কারণ ছিল ঘাটালে দলের একাংশের নেতাদের বিরুদ্ধে তাঁর অভিযোগ৷ দলীয় অন্তর্দ্বন্দ্ব বন্ধ করা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে আশ্বাস পাওয়ার পরই ভোটে দাঁড়াতে রাজি হন দেব৷ তবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অবশ্য পুরোদমে নির্বাচনের প্রচারে ঝাঁপিয়েছেন দেব৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev: 'তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই!', কর্মিসভায় বিস্ফোরক দেব, দিলেন ব্যাখ্যাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement