Left Front Candidate List: আরও দুই আসনে প্রার্থী ঘোষণা, সম্পূর্ণ তালিকা কবে? ধীর গতির ব্যাখ্যা দিলেন বিমান

Last Updated:

বিমান বসু এ দিন জানিয়েছেন, পুরুলিয়া আসনটি নিয়ে তাঁরা নমনীয় হতে রাজি৷ কারণ ওই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷
কলকাতা: পাঁচ দফায় প্রার্থী ঘোষণা হয়ে গেল৷ কিন্তু এখনও ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারল না বামফ্রন্ট৷ তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, প্রার্থী নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত এড়াতেই ধীরে ধীরে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷
এ দিন আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট৷ আরামবাগে সিপিএম প্রার্থী হচ্ছেন বিপ্লবকুমার মৈত্র৷ ঝাড়গ্রামে সিপিএম প্রার্থী করেছে সোনামণি মুর্মুকে৷ এই নিয়ে ৫ দফায় ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা৷
advertisement
দুই আসনে প্রার্থী ঘোষণা করে বিমান বসু বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে কংগ্রেস, আইএসএফ-এর মতো তৃণমূল, বিজেপি বিরোধী শক্তি যাতে একজোট হয়ে লড়াই করতে পারে৷ এখনও সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি৷ তাই তাড়াহুড়ো করছি না৷ এখনও সময় আছে৷’ তবে বামফ্রন্ট চেয়ারম্যান দাবি করেছেন, সমস্ত জটিলতা কাটিয়ে যাতে আগামী রবিবারের মধ্যে প্রার্থী ঘোষণা করা যায়, সেই চেষ্টা চলছে৷
advertisement
কোচবিহারে ইতিমধ্যেই বাম, কংগ্রেস দু পক্ষই প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ আলিপুরদুয়ারে আগে প্রার্থী ঘোষণা করে বামেরা৷ তার পরই ওই আসনে প্রার্থী দিয়ে দেয় কংগ্রেস৷ কোচবিহারে কংগ্রেসকে প্রার্থী প্রত্যাহার করার অনুরোধও করবে বামেরা৷ তবে বিমান বসু এ দিন জানিয়েছেন, পুরুলিয়া আসনটি নিয়ে তাঁরা নমনীয় হতে রাজি৷ কারণ ওই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস৷
advertisement
এর পাশাপাশি দার্জিলিং আসনটি নিয়েও হামরো পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছে বামেরা৷ তবে রবিবারের মধ্যেই যে সব আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে সংশয় রয়েছে, তা জানাতে ভোলেননি বিমান বসু৷ তিনি বলেন, ‘৩১ তারিখ বলেছি সেটা নাও হতে পারে। টিপে দিলাম আর হয়ে গেল এরকম হয় না। সয়ংক্রিয় পদ্ধতিতে হয় না৷ আজই পুরো তালিকা ঘোষণা করে দিতে পারি। শুধু বামফ্রন্ট যদি হতো। অনেক সামাজিক শক্তি আছে। বলেছি শুধু বিজেপি তৃণমূলের হাতে তামাক খাওয়া যাবে না। বিজেপি তৃণমূলের ভোট ভাগ যাতে হয়, তার জন্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে৷’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Left Front Candidate List: আরও দুই আসনে প্রার্থী ঘোষণা, সম্পূর্ণ তালিকা কবে? ধীর গতির ব্যাখ্যা দিলেন বিমান
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement