সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল

Last Updated:

Solapur Joint Family: মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে

শোলাপুরের যৌথ পরিবার
শোলাপুরের যৌথ পরিবার
শোলাপুর : যৌথ পরিবারের ধারণা শুধু ধারাবাহিকের গল্পেই নয়৷ বহাল তবিয়তে আছে দেশের মাটিতেও৷ সম্প্রতি ভাইরাল এক মরাঠি পরিবারের কথা৷ অণু পরমাণুর সংসারের যুগে সেই বৃহৎ পরিবারে বাস ৭২ জন সদস্যের৷ মহারাষ্ট্রের জেলা শহর শোলাপুরে একই বাড়িতে থাকেন সকলে৷ বিবিসি নিউজ মরাঠি-র কল্যাণে সেই একান্নবর্তী দইজোড়ে পরিবারের কথা এখন আলোচনার শীর্ষে৷
ট্রেডিং সংস্থার মালিক এই পরিবারের কর্তা অশ্বিন দোইজোড়ে জানিয়েছেন তাঁদের পরিবারের জন্য মুদিখানার রসদ এবং দুগ্ধজাত দ্রব্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয় স্বভাবতই৷ প্রতিদিন প্রাতরাশ, বিকেলের চায়ের জন্যই দরকার হয় ১০ লিটার দুধ৷ এক বেলার শাকসব্জি খরচ ঘোরাফেরা করে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে৷ আমিষ খাবারও আছে৷ খরচ তিন থেকে চার গুণ বেশি৷
advertisement
আরও পড়ুন :  নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে
অশ্বিন আরও জানান ‘‘আমরা এক বছরের চাল, গম ও অন্যান্য দানাশস্য কিনে রাখি৷ প্রায় ৪০ থেকে ৫০ বস্তা চাল ও দানাশস্য কেনা হয়৷ যেহেতু আমাদের অনেক বেশি দরকার, তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য হোলসেল দরে জিনিস কিনি৷’’
advertisement
advertisement
যৌথ পরিবারের বধূ নয়না দোইজোড়ে জানিয়েছেন পরিবারের সদস্যরা স্বচ্ছন্দে ও ভালভাবেই আছেন এই পরিবারে৷ তবে মেয়েদের এই পরিবারে বিয়ে হওয়ার পর প্রথমে মানিয়ে নিতে অসুবিধে হয়৷ নয়নার কথায়, ‘‘প্রাথমিকভাবে আমারও অসুবিধে হয়েছে৷ কিন্তু সকলে আমাকে মানিয়ে নিতে সাহায্য করেছে৷ আমার শাশুড়ি, ননদ, দেওর সকলে মিলে সাহায্য করেছে নতুন পরিবেশে থিতু হওয়ার৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সকাল বিকেলের চায়ের জন্যই রোজ ১০ লিটার দুধ! শোলাপুরে একই বাড়িতে ৭২ জনের যৌথ পরিবারের কথা এখন ভাইরাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement