• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেশের অর্থনীতির জন্য সুখবর, রফতানিতে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

দেশের অর্থনীতির জন্য সুখবর, রফতানিতে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

representative image

representative image

 • Share this:

  #নয়াদিল্লি: দেশে উৎপন্ন পণ্য বিদেশে রফতানিতে রেকর্ড গড়ল ভারত! ২০১৮-১৯ অর্থবর্ষে রফতানির পরিমাণ প্রায় ২৩ লক্ষ কোটি টাকা যা ভেঙে দিল ২০১৩-১৪ সালের রেকর্ড। তবে, রফতানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আমদানিও! রফতানি বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য যেমন ভাল, তেমনি আমদানি বাড়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতিও, যা একই সঙ্গে যথেষ্ট উদ্বেগের।

  ২০১৩-১৪ অর্থবর্ষে ভারতে রফতানির পরিমাণ ছিল ২১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার। এখনও পর্যন্ত রফতানিতে এটাই ছিল সর্বকালীন রেকর্ড। ২০১৮-১৯ ভেঙে দিলে সেই রেকর্ড। শুধু মার্চ মাসেই রফতানির পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। সরকারের দাবি, ভারতীয় অর্থনীতি যে ফের ঘুরে দাঁড়াচ্ছে, তার প্রমাণ অর্থনীতির এই সূচক। তবে, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিশ্ব জুড়ে এখনও মন্দার হাওয়া বেশ জোরাল। তার প্রভাবে উৎপাদন কমাচ্ছে চিন-সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলি। জিএসটি এবং নোটবন্দির ধাক্কা থেকে বার হতে পারেনি দেশের অভ্যন্তরীণ ব্যবসাও। তার মধ্যেই রফতানি বাড়ার এই খবর নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য সুখবর।

  First published: