International Booker Prize: নজির গড়লেন গীতাঞ্জলি শ্রী, এই প্রথম হিন্দিতে লেখা কোনও উপন্যাস পেল বুকার সম্মান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাঁর লেখা হিন্দি উপন্যাসটি ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয়৷ টম্ব অফ স্যান্ড তাঁর ইংল্যান্ডে প্রকাশিত প্রথম ইংরাজি বই৷ সেটি অ্যাক্সিস প্রেসে ২০২১ সালে অগাস্টে প্রকাশিত হয়৷
#লন্ডন: সাহিত্য কর্মের জন্য সর্বোচ্চ স্বীকৃতির অন্যতম আন্তর্জাতিক বুকার পুরস্কার (International Booker Prize) পেলেন সাহিত্যিক গীতাঞ্জলি শ্রী (Geetanjali Shree)৷ তাঁর হিন্দি উপন্যাস 'Tomb of Sand' -অর্থাৎ টম্ব অফ স্যান্ডের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হলেন৷ এই প্রথম কোনও ভারতীয় ভাষায় লেখা সাহিত্য কীর্তির জন্য বুকার সম্মান পেলেন গীতাঞ্জলি শ্রী (Geetanjali Shree)৷
বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে দিল্লি নিবাসী গীতাঞ্জলি জানান তিনি একেবারে অভিভূত৷ "bolt from the blue"- বোল্ট ফ্রম দ্য ব্লু নামের বইয়ের জন্য এই পুরস্কার সম্মান গ্রহণ করেছেন৷ তিনি তাঁর বইয়ের অনুবাদক ডেইজি রকওয়েলের সঙ্গে এই সম্মান ভাগ করে নিলেন৷ তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পুরস্কার হিসেবে পেলেন৷
advertisement
‘‘Tomb of Sand’’- টম্ব অফ স্যান্ড আসলে ‘রেত সমাধি’- -র ওপর আধারিতষ যেখানে ৮০ বছরের মহিলার জীবনের কথা বলা হয়েছে৷ বুকার পুরস্কারের বিচারকরা বইটিকে একাধিক বিশেষণে ভরিয়ে ভূয়সী প্রশংসা করেছেন৷ কেউ বলেছেন এটা আনন্দের উচ্ছ্বাস এবং পড়তে শুরু করলে থামা যায় না এমন উপন্যাস৷
advertisement
‘আমি কখনও বুকারের কথা ভাবিনি, আমি ভাবিনি কখনও পারব৷ কি বিশাল স্বীকৃতি৷ আমি অভিভূত, খুশি, সম্মানিত’’ - এমনটাই বলেছেন শ্রী নিজের সম্মান গ্রহণের বক্তৃতায়৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘এটাতে একটা মনখারাপ কর স্বস্তি রয়েছে এই পুরস্কার গ্রহণে৷ রেত সমাধি বা টম্ব অফ স্যান্ড এমন একটা পৃথিবীর গল্প যেখানে আমরা বাস করি৷ চিরজীবনের দুঃখ কষ্টের মধ্যেও আশা বেঁচে থাকে৷ বুকারের জন্য এই বই আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে৷ নইলে অন্যভাবে বইটা পৌঁছত, এই বইয়ে কোনও ক্ষতি নেই৷ ’’
advertisement
৬৪ বছরের সাহিত্যিকের এই কাজ ভারতীয় ভাষায় লেখা সাহিত্যের জন্য প্রথম এত বড় স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সব ঠিকঠাকভাবেই এগোচ্ছে৷
তিনি আরও বলেন, ‘‘আমার এই বইয়ের নেপথ্যে হিন্দি সাহিত্যের যে সুগভীর , উঁচু সংস্কৃতি রয়েছে তা প্রমাণ হল৷ পাশাপশি দক্ষিণ এশিয়ার আরও ভাষাতেও এই সম্ভার রয়েছে৷ বিশ্ব সাহিত্য আরও সমৃদ্ধ হবে এই সব ভাষার এই কাজগুলি জানতে পারলে৷ এতে জীবনের শব্দকোষ আরও সমৃদ্ধ হয়৷ ’’
advertisement
তিনটি উপন্যাস , অসংখ্য গল্পের বইয়ের রচয়িতা মণিপুরে জন্মগ্রণ করেছিলেন গীতঞ্জলি শ্রী তাঁর বই ইংরাজিতে, ফরাসিতে, জার্মান, সাইবেরিয়ান, কোরিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছে৷
তাঁর লেখা হিন্দি উপন্যাসটি ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয়৷ টম্ব অফ স্যান্ড তাঁর ইংল্যান্ডে প্রকাশিত প্রথম ইংরাজি বই৷ সেটি অ্যাক্সিস প্রেসে ২০২১ সালে অগাস্টে প্রকাশিত হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 12:12 PM IST