
#কলকাতা: উমরান মালিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসে হতে চলা সিরিজে সুযোগ পাওয়ার পর পৃথিবীটাই বদলে গেছে৷ ৫ টি টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে৷ আর তাতে সুযোগ পেয়েছেন তাতে আইপিএলে জ্বলওয়া দেখানো বোলার সানরাইজার্স হায়দরাবাদ৷ ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি৷ (PC: Sunrisers Hyderabad Instagram/ANI)

তাঁর লাগাতার ৯৫ মাইল প্রতি ঘণ্টা (১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) অধিক গতিতে বল করার ক্ষমতা সকলকে প্রভাবিত করেছেন৷ (PTI)

উমরান মালিকের পরিবার এবং বন্ধু তাঁর পরিবারের বন্ধুরা দারুণ আনন্দ করেছে৷ যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷