মওকা, মওকা, উমরানের সোনালি সুযোগে উচ্ছ্বাসের জোয়ার, দেখে নিন আনন্দে ভাসার ফটো

Last Updated:

উমরান মালিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসে হতে চলা সিরিজে সুযোগ পাওয়ার পর পৃথিবীটাই বদলে গেছে৷

IPL 2022: Umran Malik father thankful to the country for giving love celebration see viral photos
IPL 2022: Umran Malik father thankful to the country for giving love celebration see viral photos
advertisement
#কলকাতা: উমরান মালিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসে হতে চলা সিরিজে সুযোগ পাওয়ার পর পৃথিবীটাই বদলে গেছে৷ ৫ টি টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে৷ আর তাতে সুযোগ পেয়েছেন তাতে আইপিএলে জ্বলওয়া দেখানো বোলার সানরাইজার্স হায়দরাবাদ৷ ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি৷  (PC: Sunrisers Hyderabad Instagram/ANI) #কলকাতা: উমরান মালিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসে হতে চলা সিরিজে সুযোগ পাওয়ার পর পৃথিবীটাই বদলে গেছে৷ ৫ টি টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে৷ আর তাতে সুযোগ পেয়েছেন তাতে আইপিএলে জ্বলওয়া দেখানো বোলার সানরাইজার্স হায়দরাবাদ৷ ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি৷ (PC: Sunrisers Hyderabad Instagram/ANI)
advertisement
তাঁর লাগাতার ৯৫ মাইল প্রতি ঘণ্টা (১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) অধিক গতিতে বল করার ক্ষমতা সকলকে প্রভাবিত করেছেন৷ (PTI) তাঁর লাগাতার ৯৫ মাইল প্রতি ঘণ্টা (১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) অধিক গতিতে বল করার ক্ষমতা সকলকে প্রভাবিত করেছেন৷ (PTI)
উমরান মালিকের পরিবার এবং বন্ধু তাঁর পরিবারের বন্ধুরা দারুণ আনন্দ করেছে৷ যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ উমরান মালিকের পরিবার এবং বন্ধু তাঁর পরিবারের বন্ধুরা দারুণ আনন্দ করেছে৷ যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
এই তরুণ ক্রিকেটারের বাবা এই কথা বলে এত প্রেমের জন্য দেশের প্রতি ধন্যবাদ৷ সব ছেলের পরিশ্রমের ফসল৷ ওঁরা দেশকে গৌরবান্বিত করেছেন৷ এই তরুণ ক্রিকেটারের বাবা এই কথা বলে এত প্রেমের জন্য দেশের প্রতি ধন্যবাদ৷ সব ছেলের পরিশ্রমের ফসল৷ ওঁরা দেশকে গৌরবান্বিত করেছেন৷
advertisement
উমরান মালিকের গতি নিয়ে প্রাক্তনরাও সকলে একবাক্যে স্বীকার করেছেন এই গতিকে আমল না দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷ উমরান মালিকের গতি নিয়ে প্রাক্তনরাও সকলে একবাক্যে স্বীকার করেছেন এই গতিকে আমল না দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷
বাংলা খবর/ খবর/খেলা/
মওকা, মওকা, উমরানের সোনালি সুযোগে উচ্ছ্বাসের জোয়ার, দেখে নিন আনন্দে ভাসার ফটো
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement