শত্রুর ড্রোন মোকাবিলায় সেনার ভরসা হতে চলেছে চিল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সম্প্রতি উত্তরাখণ্ডের আওলিতে ভারত-আমেরিকা সেনার যৌথ মহড়া চলাকালীন ড্রোন মোকাবিলায় কুকুরের পাশাপাশি, চিলের ব্যবহারেরও প্রশিক্ষণ দেওয়া হয় সেনাকর্মীদের। এদিন এক সেনাকর্তা জানান, "সেনার কাজে এবার থেকে কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত চিলকেও কাজে লাগানো হবে।"
#উত্তরাখণ্ড: শত্রুদের ড্রোনের মোকাবিলায় এবার ভারতীয় সেনার ভরসা হতে চলেছে চিল। প্রশিক্ষিত চিলের মাধ্যমেই এবার শত্রুদের ড্রোন আকাশ থেকে নীচে নামাবে সেনা। উত্তরাখণ্ডের আওলিতে চলছে প্রশিক্ষণ পর্ব।
সম্প্রতি উত্তরাখণ্ডের আওলিতে ভারত-আমেরিকা সেনার যৌথ মহড়া চলাকালীন ড্রোন মোকাবিলায় কুকুরের পাশাপাশি, চিলের ব্যবহারেরও প্রশিক্ষণ দেওয়া হয় সেনাকর্মীদের। এদিন এক সেনাকর্তা জানান, "সেনার কাজে এবার থেকে কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত চিলকেও কাজে লাগানো হবে।"
advertisement
advertisement
ভারত-পাক সীমান্তে ড্রোন সমস্যা সাম্প্রতিককালে সেনার অন্যতম গুরুতর সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। জম্মু ও কাশ্মীেরর নিয়ন্ত্রণরেখা বরাবর তো বটেই ড্রোন নিয়ে মাথাব্যথা বেড়েছে পঞ্জাব সীমান্ততেও। মাদক থেকে অস্ত্র, সবই ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে চলে আসছে ভারতীয় ভূখণ্ডে। গত ২৪ নভেম্বরও অস্ত্র ও টাকা-সহ একটি পাক ড্রোনকে জম্মুর সাম্বা জেলা থেকে উদ্ধার করে সেনা।
advertisement
এই ড্রোন সমস্যা সমাধানে এই প্রশিক্ষিত চিলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে বলে আশাবাদী সেনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 5:20 PM IST