জঙ্গি ঘাঁটি ধ্বংসের সাফল্যে এই কবিতা পোস্ট করল ভারতীয় সেনা
Last Updated:
#নয়াদিল্লি:পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।
১২ দিন পর প্রত্যাঘাতে বায়ুসেনার সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী ৷ আর তারপরই সেনার ট্যুইটার হ্যান্ডেলে উঠে এল কবিতা। মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশনের অফিসিয়াল ট্যুইটার পেজে পোস্ট করা হয়েছে একটি কবিতা ৷
ভারতীয় সেনাবাহিনীর পোস্ট করা সেই কবিতা বিখ্যাত কবি রামধারী সিংহ দিনকরের লেখা। পুলওয়ামায় অন্যায়ভাবে সিআরপিএফের উপর আক্রমণ ও পাল্টা প্রত্যাঘাত হিসাবে বায়ুসেনার জঙ্গিঘাঁটি ধ্বংস করা। এই ঘটনার প্রেক্ষিতেই রামধারির লেখা কবিতাটি পোস্ট করা হয়েছে। দেখে নিন সেই কবিতাটি-
advertisement
advertisement
'क्षमाशील हो रिपु-समक्ष तुम हुए विनीत जितना ही, दुष्ट कौरवों ने तुमको कायर समझा उतना ही। सच पूछो, तो शर में ही बसती है दीप्ति विनय की, सन्धि-वचन संपूज्य उसी का जिसमें शक्ति विजय की।'#IndianArmy#AlwaysReady pic.twitter.com/bUV1DmeNkL
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 26, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2019 5:57 PM IST