Indian Army Team In Alaska: কবাডি মাঠে মার্কিন সেনার মুখোমুখি ভারতীয় সেনার জওয়ানরা, হাড্ডাহাড্ডি লড়াই দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian Army Vs American Army In Kabaddi; মার্কিন আর্মির সঙ্গে কবাডি মাঠে লড়াই ভারতীয় সেনার। দেখুন, খেলার ফল কী হল!
#আলাস্কা: ভারতীয় সেনা (Indian Army) এবং মার্কিন সৈন্যদের (US Army) মধ্যে কাবাডি (Kabaddi) ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আসলে ভারতীয় সেনাবাহিনীর একটি দল এখন দুই দেশের প্রশিক্ষণ মহড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় রয়েছে। সেখানে মার্কিন সেনাবাহিনীর আলাস্কা দল ভারতীয় সেনাবাহিনীর দলটিকে স্বাগত জানিয়েছে। এই মহড়াটি ১৫ থেকে ২৯ অক্টোবর জয়েন্ট বেস এলমেনডর্ক রিচার্ডসনে চলবে। এটি দুই দেশের মধ্যে ১৭ তম মহড়া।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশের সৈন্যদের নিজেদের মধ্যে কাবাডি, সকার, ভলিবলের মতো বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আলাস্কায় চারটি মিশ্র দল ছিল। যার মধ্যে উভয় পক্ষের সৈন্যরাই ছিলেন। উভয় দল একে অপরের কাছ থেকে তাদের গেম শিখছে। ভারতীয় সৈন্যরা যেমন আমেরিকান ফুটবলে হাত পাকানোর চেষ্টা করেছিল, আমেরিকান সৈন্যরাও উৎসাহের সঙ্গে কবাডিতে অংশগ্রহণ করেছিলেন। এই গেমগুলির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর জওয়ানরা একে অপরকে জানার সুযোগ পেয়েছিলেন।
advertisement
advertisement
#WATCH | As part of 'Ice-breaking activities', Indian Army contingent and American contingent participated in friendly matches of Kabaddi, American Football and Volleyball at Joint Base Elmendorf Richardson, Anchorage, Alaska (US)
— ANI (@ANI) October 17, 2021
(Video Source: Indian Army) pic.twitter.com/Xe6uM0NigT
advertisement
এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের সেভেন বি ব্যাটালিয়নের ৩৫০ জন সৈনিক অংশগ্রহণ করেছেন। এই সৈন্যরা ফার্স্ট স্কোয়াড্রনের প্যারাট্রুপার, ৪০৪ ক্যাভেলরি রেজিমেন্ট, ফোর্থ ইনফেন্ট্রি ব্রিগেড কম্ব্যাট টিম, ২৫ পদাতিক ডিভিশনের ৩০০ সৈন্যের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 4:54 PM IST