‘অধিকারের কথা বললেই কণ্ঠরোধ, জেলে পাঠানো হচ্ছে’, ফের বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ
Last Updated:
#নয়াদিল্লি: নিজের সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত নাসিরুদ্দিন শাহ ৷ কারণ তাঁদের নির্দিষ্ট ধর্মপরিচয় নেই ৷ সেই মন্তব্যের বিতর্কের রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই অসহিষ্ণুতা নিয়ে ফের বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ ৷
২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ৷ সেই ভিডিও নিয়েই আপাতত তোলপাড় গোটা দেশ ৷ সৌজন্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৷ সেই ভিডিওটিতে স্পষ্টভাষায় অভিনেতা বললেন, ‘অধিকারের কথা বললেই কণ্ঠরোধ ৷ মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ৷’
মানবাধিকারের উপর নজরদারি চালায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি ৷ সেই সংস্থাটিই নাসিরুদ্দিন শাহ-কে নিয়ে একটি ট্যুইট করেন ৷ সেই ভিডিওতেই তিনি বলেন, অধিকারের কথা বললেই কণ্ঠরোধ ৷ মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ৷ বুদ্ধিজীবীদের কাজে বাধা দেওয়া হচ্ছে ৷ নিজস্ব মতপ্রকাশ করতে দেওয়া হচ্ছে না ৷ সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে ৷ ধর্মীয় মোড়কে ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে ৷ সকলকে সত্যি কথা বলতে বাধা ৷ আমরা কি এমন দেশেরই স্বপ্ন দেখেছিলাম ? এখানে বিরুদ্ধ মতের কোনও দাম নেই ৷ গরিব ও দুর্বলকে দমিয়ে রাখা হচ্ছে ৷ আইনের জায়গায় এখন অন্ধকার ৷’
advertisement
advertisement
In 2018, India witnessed a massive crackdown on freedom of expression and human rights defenders. Let's stand up for our constitutional values this new year and tell the Indian government that its crackdown must end now. #AbkiBaarManavAdhikaar pic.twitter.com/e7YSIyLAfm
— Amnesty India (@AIIndia) January 4, 2019
advertisement
ভিডিওটিতে আত্মবিশ্বাসী নাসিরুদ্দিন ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহরের হিংসার ঘটনা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি ৷ কিন্তু আগের বিতর্কের চরম সমালোচনা, এমনকী দেশছাড়ার 'নিদান' পাওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে স্থির রয়েছেন নাসির ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2019 4:46 PM IST