লকডাউনে দেশের নজর খবরে! Network18 পৌঁছে গিয়েছে ১০ কোটি মানুষের কাছে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
নিউজ অ্যাপে খবর পড়ার প্রবণতা প্রায় ৭৬ শতাংশ মানুষের মধ্যে এই সময়ে বৃদ্ধি পেয়েছে
#নয়া দিল্লি: সারাদিন গৃহবন্দি মানুষ। দেশে করোনা আতঙ্ক। তাই দেশের মানুষের সারাদিন নজর টিভিতে, মোবাইল অ্যাপ এবং খবরের ওয়েবসাইটে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, লকডাউনের সময়েই সবচেয়ে বেশি মানুষ খবরের দিকে তাকিয়ে থেকেছেন। সারাদিন ধরে দেখতে চেয়েছেন করোনায় কতটা প্রভাবিত হয়েছে দেশ। এই সময়টায় CNN News18–এর ভিউয়ারশিপ বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। প্রত্যেক দিনের রিচ বেড়েছে ৩৪ শতাংশ। প্রত্যেকদিন প্রায় ১০ কোটি দর্শকের কাছে পৌঁছে গিয়েছে খবর। Network18–এর দৈনিক রিচ বেড়েছে ৫০ শতাংশ। ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্টফোনে খবর দেখার হার বেড়েছে প্রায় ৭৬ শতাংশ। নিউজ অ্যাপে খবর পড়ার প্রবণতা প্রায় ৭৬ শতাংশ মানুষের মধ্যে এই সময়ে বৃদ্ধি পেয়েছে।
India watches more TV news in lockdown
57% jump in news impressions, 34% spike in daily average reach Network18 group reaches 10 crore viewers daily Thank you, India for your trust in CNN-News18#StayHome #IndiaFightsCOVID19 pic.twitter.com/b30TRIMqat — CNNNews18 (@CNNnews18) March 30, 2020
advertisement
advertisement
BARC-এর সিইও সুনিল লুল্লা জানিয়েছেন, জনসাধারণের মধ্যে সঠিক তথ্য ও সঠিক খবর পৌঁছে দেওয়ার কাজ সংবাদমাধ্যমগুলোর। একটি সংবাদ মাধ্যম তখনই সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পায়, যখন তারা সঠিক খবর পৌঁছে দেয়। সমস্ত ভাষাতেই এই সময় দেখা গিয়েছে সংবাদমাধ্যমের ভিউয়ারশিপ বৃদ্ধি ঘটেছে। অবাক করা তথ্য যে এই সময়টায় বাচ্চাদের মধ্যেও খবর দেখার আগ্রহ বেড়েছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ টিভিতে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠান গুলির মধ্যে অন্যতম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2020 3:47 PM IST