ধনখড়ের পর কে হবে ভারতের উপরাষ্ট্রপতি? বিরাট খবর! ঘোষণা হয়ে গেল নির্বাচনের সবচেয়ে জরুরি কাজের

Last Updated:

তাঁর পদত্যাগের ১২তম দিনে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

News18
News18
নয়াদিল্লি: জগদীপ ধনখড়ের পদত্যাগের পর থেকে ভারতের উপরাষ্ট্রপতির পদ শূন্য। গত মাসের ২১ জুলাই পদত্যাগ করেন ধনখড়। তাঁর পদত্যাগের ১২তম দিনে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। মনোনয়ন শুরু হবে ৯ অগাস্ট থেকে শুরু হবে চলবে ২১ অগাস্ট পর্যন্ত। একই উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর। একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে ।
২০২৫ সালের ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের (১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন) গুরুত্বপূর্ণ তারিখগুলি –
নির্বাচনের বিজ্ঞপ্তি জারির তারিখ- ৭ অগাস্ট, ২০২৫
advertisement
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ- ২১ অগাস্ট, ২০২৫
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ- ২২ অগাস্ট, ২০২৫
advertisement
প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ- ২৫ অগাস্ট, ২০২৫
ভোটগ্রহণের তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ভোটদানের সময়- সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
ভোট গণনার তারিখ- মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
২১ জুলাই রাতেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। এর জেরে ফাঁকা পড়ে রয়েছে সেই পদটি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়৷ স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসকের পরামর্শ মেনে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।” প্রসঙ্গত, ২০২২ সালে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন ধনখড়৷ তৃণমূল সরকারের সঙ্গে তাঁর নানা সংঘাত পূর্ণ অধ্যায় একুশের নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করেছিলেন রাজনীতির কারবারিরা৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ধনখড়ের পর কে হবে ভারতের উপরাষ্ট্রপতি? বিরাট খবর! ঘোষণা হয়ে গেল নির্বাচনের সবচেয়ে জরুরি কাজের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement