India Pakistan Tension: 'বুড়ো' মিরাজ দিয়েই তছনছ বালাকোট, এবার ভারতের হাতে ৩৬টি দানব! কাঁপুনি ধরেছে পাকিস্তানে

Last Updated:

পাঁচ বছর পর ফের সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে৷ পহলগাঁও হামলার পর ফের ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইকের মতো বড় কিছু ঘটাতে চলেছে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে৷

রাফাল যুদ্ধবিমান৷ ছবি- পিটিআই
রাফাল যুদ্ধবিমান৷ ছবি- পিটিআই
পুলওয়ামা জঙ্গি হামলার জবাব দিতে ২০১৯ সালে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের সময় মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছিল ভারত৷ তাতেই ধ্বংস হয়ে গিয়েছিল পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা অসংখ্য জঙ্গি ঘাঁটি৷
পাঁচ বছর পর ফের সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে৷ পহলগাঁও হামলার পর ফের ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইকের মতো বড় কিছু ঘটাতে চলেছে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে৷ তবে এবার আর মিরাজ ২০০০ যুদ্ধবিমান নয়, আকাশপথে শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য ভারতের হাতে রয়েছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান৷
২০২০ সাল থেকেই ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে শুরু করে ভারত৷ ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল এই মুহূর্তে দুটি স্কোয়াড্রোনে ভাগ করে রাকা রয়েছে হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারায়৷
advertisement
advertisement
প্রসঙ্গত, বালাকোট হামলার পরই রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তা অনুভব করে ভারত৷ মূলত পাকিস্তানের কাছে থাকা এফ ১৬ যুদ্ধবিমানকে টক্কর দিতেই এই প্রয়োজনীয়তা অনুভব হয়৷ ৩৬টি রাফাল হাতে আসায় এশিয়া উপমহাদেশে বায়ুসেনার শক্তির দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে৷
পাকিস্তানের বালাকোটে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত৷ গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি৷ পরের দিন ভারতের দিকে এগিয়ে আসতে থাকে পাকিস্তানের কয়েকটি এফ ১৬ যুদ্ধবিমান৷ সেগুলিকে ধাওয়া করে ভারতীয় যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনা অফিসার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানের পিছু নেন৷ মিসাইল ছুড়ে সেটিকে ধ্বংসও করেন তিনি৷
advertisement
যদিও পাল্টা শত্রুপক্ষের ছোড়া মিসাইল এসে লাগে অভিনন্দনের যুদ্ধবিমানেও৷ বাধ্য হয়ে প্যারাশ্যুটে করে অবতরণ করার সময় পাক ভূখণ্ডে গিয়ে পড়েন ওই বায়ুসেনা অফিসার৷ তাঁকে বন্দি করে পাকিস্তানের বায়ুসেনা৷ বেশ কিছুদিন টানাপোড়েনের পর অবশেষে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়৷
অদূর ভবিষ্যতে আরও বেশ কিছু রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারত৷ কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসবে ২৬টি রাফাল এম(মেরিন) যুদ্ধবিমান৷ সেগুলি মূলত আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের মতো যুদ্ধবিমান বহনকারী রণতরীর উপরে মোতায়েন করা থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Tension: 'বুড়ো' মিরাজ দিয়েই তছনছ বালাকোট, এবার ভারতের হাতে ৩৬টি দানব! কাঁপুনি ধরেছে পাকিস্তানে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement