Telengana India Today Axis My India Exit poll: দক্ষিণে ফের কংগ্রেসের বাজিমাত! তেলেঙ্গানায় বিরাট পালাবদলের ইঙ্গিত

Last Updated:

কংগ্রেস নেতা ভাট্টি বিক্রমার্ক মল্লু দাবি করেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ম্যাজিক ফিগার ৬০ ছাড়িয়ে ৭০-এর কোঠায় চলে যাবে৷

তেলেঙ্গানায় ফিরছে কংগ্রেস?
তেলেঙ্গানায় ফিরছে কংগ্রেস?
নয়াদিল্লি: তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতের আরও নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করে নেবে কংগ্রেস? অন্তত সেরকমই ইঙ্গিত দেওয়া হল ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায়৷
তেলেঙ্গানা বিধানসভায় আসন সংখ্যা ১১৯৷ দেখে নেওয়া যাক ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে কটি আসন দেওয়া হয়েছে-
বিআরএসকংগ্রেসবিজেপিঅন্যান্য
৩৪-৪৪৬৩-৭৩৪-৮৫-৮
advertisement
advertisement
এই সমীক্ষার বিশ্লেষণ অনুযায়ী, তেলেঙ্গানায় বিআরএসের ভোট প্রাপ্তির হার ২০১৮-র তুলনায় ১০ শতাংশ কমে ৩৬ শতাংশ ভোট পেতে পারে বিআরএস৷ আবার কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ৷ যা গত বারের তুলনায় ১০ শতাংশ বেশি৷ অ র্থাৎ বিআরএস-এর ভোট এসেছে কংগ্রেসের ঝুলিতে৷ বিজেপি ভোট পেতে পারে ১৪ শতাংশ ভোট৷ আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম পেতে পারে ৩ শতাংশ ভোট৷
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, গ্রামের মতো শহরাঞ্চলেও ভারত রাষ্ট্র সমিতির ভোটের হার কমেছে৷ তবে রাজধানী হায়দ্রাবাদ এবং তার আশপাশের কেন্দ্রগুলিতেও ভাল ফল করতে পারে বিআরএস৷ কিন্তু দক্ষিণ তেলেঙ্গানায় বিআরএস-এর ভোটে ধস নামার ইঙ্গিত হয়েছে এই বুথ ফেরত সমীক্ষায়৷ আর সেখানেই বাজিমাত করতে পারে কংগ্রেস৷ দক্ষিণ তেলেঙ্গানাতেই গত বিধানসভা ভোটের তুলনায় ২১টি আসন বাড়তে পারে কংগ্রেসের৷ মধ্য তেলেঙ্গানাতেও কংগ্রেসের দারুণ ফল করার ইঙ্গিত রয়েছে৷ মূলত তেলেঙ্গানায় শেষ পর্যন্ত বিআরএস ক্ষমতায় না ফিরলে তার জন্য ক্ষমতাসীন দলের বিধায়কদের প্রতি জনতার ক্ষোভকেই দায়ী করা হচ্ছে৷
advertisement
তেলেঙ্গানার পুরভোটে আশাতীত ভাল ফল করেছিল বিজেপি৷ তবে সেই ফলের রেশ যে পদ্ম শিবির দক্ষিণের রাজ্যটিতে ধরে রাখতে পারেনি, তা বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট৷
কংগ্রেস নেতা ভাট্টি বিক্রমার্ক মল্লু দাবি করেছেন, তেলেঙ্গানায় কংগ্রেস ম্যাজিক ফিগার ৬০ ছাড়িয়ে ৭০-এর কোঠায় চলে যাবে৷ শেষ পর্যন্ত অবশ্য কর্ণাটকের পর আরও একটি দক্ষিণের রাজ্যে কংগ্রেসের পতাকা ওড়ে কি না, তা জানা যাবে আগামী রবিবার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana India Today Axis My India Exit poll: দক্ষিণে ফের কংগ্রেসের বাজিমাত! তেলেঙ্গানায় বিরাট পালাবদলের ইঙ্গিত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement