হায়দরাবাদে পোলিও ভাইরাস পাওয়ার পর ৩ লক্ষ শিশুকে টিকাকরণের সিদ্ধান্ত
Last Updated:
বুধবার হায়দরাবাদের নর্দমার জলে মিলেছে পোলিও ভাইরাস। এরপর থেকেই ৩,০০,০০০ শিশুকে পোলিও টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার ৷
#হায়দরাবাদ: বুধবার হায়দরাবাদের নর্দমার জলে পাওয়া গিয়েছে পোলিও ভাইরাস। এরপর থেকেই ৩,০০,০০০ শিশুকে পোলিও টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার ৷ বুধবার এমনটাই জানালো হল স্বাস্থ্য দফতরের তরফে ৷
২০১৪ সালের মার্চ মাসে ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ৷ দু’দশকের লম্বা লড়াইয়ের পর স্বাস্থ্যের ক্ষেত্রে দেশের জন্য এটাই সর্বচ্চ সাফল্য ৷
স্বাস্থ্য দফতরের একটি রিপোর্টে জানানো হয়েছে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের রেল স্টেশনের পাশে নর্দমার জলে পাওয়া গিয়েছে পোলিও ভাইরাস৷ তবে ওই এলাকার কোনও শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়নি ৷
advertisement
advertisement
‘ভারত এখনও পোলিও মুক্ত ৷ শেষ পোলিও ভাইরাসে আক্রান্ত ঘটনা ঘটেছে ২০১১ জানুয়ারি মাসে ৷ পাঁচবছরের উপর দেশে কোনও পোলিও ভাইরাস পাওয়া যায়নি ’, বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷
তবে বাড়তি সর্তকতার জন্য বিশেষ টিকা কর্মসূচির আয়জন করা হয়েছে চলতি মাসের ২০ তারিখ ৷ হায়দরাবাদ ও রঙ্গা রেড্ডি জেলার ৪২ দিনের থেকে তিন বছরের শিশুদের টিকা দেওয়ার আয়োজন করা হয়েছে ৷
advertisement
টিকা দেওয়ার জন্য বিশেষ বুথ বানানো হবে ৷ সব ধরনের পোলিও ভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখার জন্য ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে শিশুদের দেওয়া হবে ৷
বিশ্বের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান দুটি দেশ যারা এখনও পোলিও মুক্ত নয় ৷
পোলিও ভাইরাস সাধারণত মানুষের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে ৷ পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই শরীরের বিভিন্ন অংশে প্যারালিসিস হয়ে যায় ৷ পাঁচ বছরের নীচে শিশুরা পোলিও ভাইরাসে বেশি আক্রান্ত হয় ৷
advertisement
এক সময় বছরে প্রায় ৫০হাজার শিশু পোলিও ভাইরাসে আক্রান্ত হত ৷ গত পাঁচ বছরে দেশের কোথাও পোলিও-র ঘটনা সামনে আসেনি। এই পরিস্থিতিতে নতুন করে পোলিওর নমুনা মেলার ঘটনায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷
Location :
First Published :
June 16, 2016 1:38 PM IST