‘অসুখী’ ভারত !

Last Updated:

মোদি চেয়েছিলেন ‘আচ্ছে দিন’ আসবে ৷ চেয়েছিলেন ‘মেক ইন ইন্ডিয়া’তে সার্বিক উন্নয়ন হবে গোটা দেশের ৷ তবে উন্নয়নের চোটে, বড্ড অসুখী হয়ে পড়ছে ভারতবর্ষ !

#নিউইর্য়ক: মোদি চেয়েছিলেন ‘আচ্ছে দিন’ আসবে ৷ চেয়েছিলেন ‘মেক ইন ইন্ডিয়া’তে সার্বিক উন্নয়ন হবে গোটা দেশের ৷ তবে উন্নয়নের চোটে, বড্ড অসুখী হয়ে পড়ছে ভারতবর্ষ ! হ্যাঁ, ঠিক এমনটাই উঠে এসেছে রাষ্ট্রসংঘে প্রকাশিত হওয়া ‘হ্যাপিনেস কান্ট্রি’র তালিকায় ৷ যেখানে ১১৮-তে গিয়ে আটকেছে ভারতের নাম ৷ বিশ্বের ১৫৬ টা ‘সুখী’ দেশের মধ্যে ভারতের স্থান ১১৮-তে ৷ এমনকী, রাষ্ট্রসংঘের তালিকা অনুযায়ী, বাংলাদেশে, পাকিস্তান, সোমালিয়া, চীনও ভারতের থেকে অনেক বেশি সুখী ৷
রাষ্ট্রসংঘের এই তালিকাটি তৈরি হয়েছে, দেশের অর্থনীতি, জনগণের মনস্তত্ত্ব, যৌন অভ্যাস, জীবন-যাপনের উপর গবেষণা করে ৷ গবেষণায় দেখা গিয়েছে, ভারতের বেশিরভাগ মানুষ মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল, অন্যান্য দেশের মানুষের তুলনায় ৷ এমনকী, গবেষণায় উঠে এসেছে ভারতীয়রা অনেক বেশি অবসাদে ভুগছেন অন্যান্য দেশের মানুষদের তুলনায় ৷ তাই আপাতত, রাষ্ট্রসংঘের গবেষণায় ভারত ‘অসুখী’ দেশ ! আর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ডেনমার্ক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘অসুখী’ ভারত !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement