Indian Cities under Blackout Red Alert: বদলা নিতে মরিয়া পাকিস্তান!দেশের কোন কোন শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট? দেখুন তালিকা

Last Updated:

নিরাপত্তার স্বার্থেই পাকিস্তান সীমান্ত লাগোয়া এবং সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি রাজ্যের একাধিক শহর এবং এলাকায় ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতের মিলিটারি এজেন্সিগুলি৷

দেশের একাধিক শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট৷ ছবি- পিটিআই
দেশের একাধিক শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট৷ ছবি- পিটিআই
অপারেশন সিঁদুরের পর ভারতের উপরে হামলা চালাতে মরিয়া পাকিস্তান৷ গত তিন দিনে একাধিক বার ভারতের সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকে ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান৷ ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ার চেষ্টা করেছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান৷ যদিও ভার সেই সমস্ত অপচেষ্টাই ব্যর্থ হয়েছে৷
এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই পাকিস্তান সীমান্ত লাগোয়া এবং সীমান্তের কাছাকাছি বেশ কয়েকটি রাজ্যের একাধিক শহর এবং এলাকায় ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতের মিলিটারি এজেন্সিগুলি৷
কোন রাজ্যের কোন কোন শহরে ব্ল্যাকআউট এবং রেড অ্যালার্টের নির্দেশ?
advertisement
জম্মু এবং কাশ্মীর- জম্মু, শ্রীনগর, উধমপুর, সাম্বা, বারামুলা, কুপওয়ারা, আখনৌর, রাজৌরি, পুঞ্চ, কিস্তওয়ার৷
advertisement
পঞ্জাব- অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, মোহালি, পাঠানকোট, গুরদাসপুর, ফিরোজপুর, ফাজিলকা, তরন তরন, কাপুরথালা, সাংগরুর, ভাতিন্ডা, হোসিয়ারপুর, ফাগওয়ারা, রূপনগর৷
রাজস্থান- জয়পুর, যোধপুর, বিকানের, জয়সলমের, শ্রীগঙ্গানগর, বারমের, ফালোদি৷
হরিয়ানা- আম্বালা, পঞ্চকুলা, সিরসা, পানিপথ, কারনাল৷
advertisement
গুজরাত- ভুজ, নালিয়া, নখতরানা, গান্ধিরাম, বনসকাঁথার সীমান্ত লাগোয়া গ্রামগুলি, এ ছাড়াও পতনের কয়েকটি গ্রাম৷
এ ছাডা়ও গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ মক ড্রিলের জন্য দিল্লির কিছু এলাকায় ব্ল্যাকআউটেরও নির্দেশ দেওয়া হয়েছে৷
হিমাচল প্রদেশ- উনা, কাংগরা, বিলাসপুর, হামিরপুর৷
জনবসতিপূর্ণ এলাকাগুলিতে যাতে শত্রুপক্ষ আকাশপথে হামলা না চালাতে পারে, সেই জন্যই ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়৷ এই শহরগুলির বাসিন্দাদের আলো নিভিয়ে বাড়ির ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Cities under Blackout Red Alert: বদলা নিতে মরিয়া পাকিস্তান!দেশের কোন কোন শহরে ব্ল্যাকআউট, রেড অ্যালার্ট? দেখুন তালিকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement