Al Qaeda threatens India: অপারেশন সিঁদুরের পর ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার আলকায়দার, সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Al Qaeda threatens India: ৭ ই মে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ইংরেজি এবং উর্দুতে একটি বিবৃতি জারি করে। ৬ মে, ২০২৫ তারিখে রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের বিমান হামলার নিন্দা জানিয়ে, এগুলিকে "হিন্দুত্ব-চালিত ভগব শাসন" কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে চিহ্নিত করে।
কলকাতাঃ ৭ ই মে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) ইংরেজি এবং উর্দুতে একটি বিবৃতি জারি করে। ৬ মে, ২০২৫ তারিখে রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের বিমান হামলার নিন্দা জানিয়ে, এগুলিকে “হিন্দুত্ব-চালিত ভগব শাসন” কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে চিহ্নিত করে। বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে এই হামলার জন্য এই অঞ্চলের প্রতিটি মুসলিমকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করতে হবে।
AQIS-এর লক্ষ্য হল জিহাদকে শক্তিশালী করা। বিবৃতি তে বলা হয়েছে , “পাকিস্তানের ভূমিতে ভারতীয় আগ্রাসন” শিরোনামে বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে এই হামলায় অসংখ্য মুসলিম হতাহতের ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’ শুধুই প্রথম ধাপ! এখনও ভারতের আসল চাল বাকি? সামনে এল বড় তথ্য
“২০২৫ সালের ৬ মে রাতে, ভারতীয় ‘ভাগওয়া’ সরকার পাকিস্তানের ছয়টি স্থানে বোমা হামলা চালায়, বিশেষ করে মসজিদ এবং বসতিগুলিকে লক্ষ্য করে। এই বোমা হামলায় অসংখ্য মুসলমান শহীদ ও আহত হয়েছে বলে জানা গেছে। এই বোমা হামলা ‘ভাগওয়া’ সরকারের অপরাধের দীর্ঘ তালিকায় আরও একটি অন্ধকার অধ্যায় যুক্ত করেছে।” বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি মুসলিমের কর্তব্য, মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিশোধ না নেওয়া এবং ইসলামী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে।
advertisement
advertisement

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার আলকায়েদার। ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ হল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রত্যেকটি জিহাদি সংগঠনগুলিকে একত্রিত হওয়ার ডাক জঙ্গি সংগঠনের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 12:19 PM IST