অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন নাগরিক মৃত, মলদ্বীপের ঘটনায় উদ্বিগ্ন ভারত

Last Updated:

মলদ্বীপের রাজধানী মালের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, এর মধ্যে ৯ জন ভারতীয়।

India is concerned about Maldives incident
India is concerned about Maldives incident
#নয়াদিল্লি :  মলদ্বীপ নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তা এখনও জানতে পারেনি বিদেশ মন্ত্রক। তবে, আজ সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারতীয়দের দেশ শনাক্ত করা গিয়েছে।
অরিন্দম বাগচি বলেন, কতজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারব না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে মলদ্বীপ সরকার।"  তিনি আরও বলেন, মলদ্বীপ সরকার জানিয়েছে, ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সনাক্ত করার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সবরকম সাহায্য করছে ভারতের হাইকমিশন।"  মলদ্বীপে ভারতের হাই কমিশনের তরফে বিবৃতি জারি নিহত ও আহত ভারতীয়দের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও দুটি হেল্প লাইন চালু করেছে ভারতীয় হাই কমিশন।
advertisement
advertisement
মলদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদেশমন্ত্রী এস জয় শংকর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, " মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ সহিদ ফোন করেছিলেন।  শোক বার্তা জানানোর পাশাপাশি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। অগ্নিকান্ডের ঘটনা নিয়ে মল্লিক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় হাই কমিশন।"
advertisement
মলদ্বীপের রাজধানী মালের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, এর মধ্যে ৯ জন ভারতীয়। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিদেশি শ্রমিকদের থাকার অস্থায়ী জায়গায় আগুন লাগে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দু-তলা আবাসনের দ্বিতীয় তলটি আগুনে ছাড়খাড় হয়ে যায়। সেখান থেকেই ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই আবাসনের নীচের তলায় গাড়ি সারাইয়ের গ্যারেজে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা লাগে।
advertisement
আবাসনের এক নিরাপত্তা রক্ষী জানান, মৃতদের মধ্যে ৯ জন ভারতীয়, একজন বাংলাদেশি। আহতের সংখ্যা অনেক। মলদ্বীপে ভারতের হাই-কমিশন ঘটনায় শোক প্রকাশ করেছে। তাদের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, '' মালে-র ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় আমরা শোকস্তব্ধ। ৯ ভারতীয়র মৃত্যু হয়েছে। আমরা মলদ্বীপ প্রশাসনের সঙ্গে সবরকমভাবে যোগাযোগের মধ্যে রয়েছি।''
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন নাগরিক মৃত, মলদ্বীপের ঘটনায় উদ্বিগ্ন ভারত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement