India China Talks: লক্ষ্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ, বেজিংয়ের সঙ্গে আলোচনায় দিল্লি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে চিনের।প্যাংগং হ্রদের উপরে দ্বিতীয় সেতু নির্মাণ করছে চিন।
#নয়াদিল্লি : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য বেজিংয়ের সঙ্গে কথা বলছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারতদের স্থায়ী সদস্য হওয়ার পিছনে মূল বাধা চিন। বেজিং- এর আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন পাচ্ছে না নয়াদিল্লি।
এক সাংসদের লিখিত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন জানিয়েছেন, চিনের পাশাপাশি সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত সরকার।
advertisement
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে সরব ভারত সহ অন্যান্য দেশ। ভি মুরলিধরন জানিয়েছেন, এই নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এবং বহু প্রার্থী বৈঠকে বিষয়টি তুলেছে নয়াদিল্লি। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের সংস্কার এমন ভাবে হওয়া উচিত, যাতে পরিষদের কর্তৃত্ব এবং কার্যকারিতা বৃদ্ধি পায়, প্রতিনিধিত্ব বাড়ে, উন্নয়নশীল দেশগুলির মতামতও উঠে আসে যাতে ছোট ও মাঝারি দেশগুলি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার মহৎ সুযোগ পায়। এই সংস্কার করা উচিত বৃহত্তর গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে এবং এমন একটি সমাধান বের করতে হবে যাতে সমস্ত পক্ষের স্বার্থ অক্ষুন্ন থাকে এবং উদ্বেগের অবসান হয়।"
advertisement
সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে চিনের।প্যাংগং হ্রদের উপরে দ্বিতীয় সেতু নির্মাণ করছে চিন। এই সেতুর উপর দিয়ে অস্ত্র সজ্জিত গাড়ি যাতায়াত করতে পারবে। ২০২১ সালের শেষের দিকে প্যাংগং হ্রদের উপর প্রথম সেতু নির্মাণের কাজ শুরু করেছিল চিন। গতমাসে সেটির কাজ শেষ হয়েছে।
এবার প্রথম সেতুকে ব্যবহার করে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করেছে চিনা সেনা। এপ্রিলে নির্মাণকাজ শেষ করা প্রথম সেতুর উপর দিয়ে ক্রেন-সহ নির্মাণ সামগ্রি আনা হচ্ছে। দ্বিতীয় সেতুটি প্রথম সেতুটির থেকে আকার আয়তনে অনেকটাই বড় বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, খুরনক থেকে রোডক দিয়ে প্যাংগং হ্রদের দক্ষিণ তির পর্যন্ত পৌঁছানর যে সরু পথ রয়েছে তার দৈর্ঘ ১৮০ কিলোমিটার। এই সেতু নির্মাণের ফলে এই দীর্ঘ পথ কমে হয়ে যাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2022 3:32 PM IST