ভারত ও ফ্রান্স দুই দেশ, এক আত্মা: নরেন্দ্র মোদি

Last Updated:

রবিবার দুপুরেই দু’দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ওলান্দের ৷ চণ্ডীগড়ের রক গার্ডেনে তাঁর সঙ্গে দেখা করলেন মোদি ৷

#চণ্ডীগড়: রবিবার দুপুরেই দু’দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ওলান্দের ৷ চণ্ডীগড়ের রক গার্ডেনে তাঁর সঙ্গে দেখা করলেন মোদি ৷ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স বাণিজ্যিক সম্মেলনে প্রধানমন্ত্রী জানালেন, ‘ভারত ও ফ্রান্স আলাদা দুই দেশ হলেও, দুই দেশের আত্মা এক ৷ দুই দেশের মধ্যে অদ্ভুত মনিল রয়েছে ৷ যা বন্ধুত্বকে সম্পুর্ণ করে ৷’ বক্তব্যে মোদি জানালেন, ‘এখনও অবধি প্রায় ৪০০ ফ্রেঞ্চ কোম্পানি ভারতে কাজ করে চলেছে ৷ এদেশে ফ্রান্সের বাণিজ্য আরও বিস্তার লাভ করবে ৷ ট্যাক্স থেকে শুরু করে বাণিজ্যিক পরিবেশ দু’দেশের মধ্যে অতন্ত ভালো ৷ যা ভবিষ্যতে ব্যবসাকে আরও বাড়িতে তুলবে ৷’
অন্যদিকে ফ্রান্স প্রেসিডেন্ট ওলান্দ প্রথমেই প্রসংশা করেন ভারতে মোদির নেতৃত্বকে ৷ বাণিজ্যিক কথার মাঝখানে, ওলান্দ বিশ্ব সন্ত্রাস নিয়েও বলতে ভোলেন না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসের ব্যাপারে ভারত ও ফ্রান্স একযোগে কাজ করবে ৷’ চণ্ডীগড়ে নতুন বাণিজ্যিক শহর তৈরি করার কথাও এদিন জানান ফ্রান্সোয়াঁ ওলান্দ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত ও ফ্রান্স দুই দেশ, এক আত্মা: নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement