ভারত ও ফ্রান্স দুই দেশ, এক আত্মা: নরেন্দ্র মোদি

Last Updated:

রবিবার দুপুরেই দু’দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ওলান্দের ৷ চণ্ডীগড়ের রক গার্ডেনে তাঁর সঙ্গে দেখা করলেন মোদি ৷

#চণ্ডীগড়: রবিবার দুপুরেই দু’দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ওলান্দের ৷ চণ্ডীগড়ের রক গার্ডেনে তাঁর সঙ্গে দেখা করলেন মোদি ৷ চণ্ডীগড়ে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স বাণিজ্যিক সম্মেলনে প্রধানমন্ত্রী জানালেন, ‘ভারত ও ফ্রান্স আলাদা দুই দেশ হলেও, দুই দেশের আত্মা এক ৷ দুই দেশের মধ্যে অদ্ভুত মনিল রয়েছে ৷ যা বন্ধুত্বকে সম্পুর্ণ করে ৷’ বক্তব্যে মোদি জানালেন, ‘এখনও অবধি প্রায় ৪০০ ফ্রেঞ্চ কোম্পানি ভারতে কাজ করে চলেছে ৷ এদেশে ফ্রান্সের বাণিজ্য আরও বিস্তার লাভ করবে ৷ ট্যাক্স থেকে শুরু করে বাণিজ্যিক পরিবেশ দু’দেশের মধ্যে অতন্ত ভালো ৷ যা ভবিষ্যতে ব্যবসাকে আরও বাড়িতে তুলবে ৷’
অন্যদিকে ফ্রান্স প্রেসিডেন্ট ওলান্দ প্রথমেই প্রসংশা করেন ভারতে মোদির নেতৃত্বকে ৷ বাণিজ্যিক কথার মাঝখানে, ওলান্দ বিশ্ব সন্ত্রাস নিয়েও বলতে ভোলেন না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসের ব্যাপারে ভারত ও ফ্রান্স একযোগে কাজ করবে ৷’ চণ্ডীগড়ে নতুন বাণিজ্যিক শহর তৈরি করার কথাও এদিন জানান ফ্রান্সোয়াঁ ওলান্দ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত ও ফ্রান্স দুই দেশ, এক আত্মা: নরেন্দ্র মোদি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement