কোঝিকোড়ের সভায় পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী
Last Updated:
উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলা ক্ষমা করবে না ভারত। হামলার পর প্রথম প্রকাশ্য সভায় পাকিস্তানকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদির।
#নয়াদিল্লি: উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলা ক্ষমা করবে না ভারত। হামলার পর প্রথম প্রকাশ্য সভায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। উরি হামলার জবাব দিতে দেশে জনমত তীব্র হচ্ছে। এই প্রসঙ্গ টেনেই ভারতীয় সেনার শক্তির কথাও আজ মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির কটাক্ষ- বালোচিস্থান, পাকতুনিস্থান সামলাতে না পেরেই কি কাশ্মীরে নাক গলানো পাকিস্তানের ?
শনিবার কোঝিকোড়ে বিজেপির দলীয় অনুষ্ঠান কার্যত হয়ে উঠল পাকিস্তানকে বার্তা দেওয়ার মঞ্চ। আর তাকে ব্যবহার করেই প্রতিবেশী দেশকে চরম সতর্কতা প্রধানমন্ত্রীর। উরি হামলা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট মোদির হুঁশিয়ারিতে।
আন্তর্জাতিক দুনিয়ার কাছে আতঙ্কে পরিণত হয়েছে পাকিস্তান। পাক প্রশাসনের সন্ত্রাস যোগ নিয়েও নজিরবিহীন আক্রমণ প্রধানমন্ত্রীর।
advertisement
নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীর সাফ বক্তব্য, গোটা দুনিয়ায় সন্ত্রাস রপ্তানি করছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের লেখা ভাষণ পড়ছেন ৷ উরির হামলার পরও চলছে অনুপ্রবেশের চেষ্টা। ভারতের সেনা-জওয়ানের সামনে বারবারই ব্যর্থ হয়েছে সেই কৌশল। ১৭ বার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা ৷
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের রপ্তানি করা সন্ত্রাসের মোকাবিলা করবে ভারত। পাকিস্তানকে জবাব দেওয়া হবে তাদের অস্ত্রেই। ১৮ জওয়ানের বলিদান ব্যর্থ হবে না বলে স্পষ্ট জানালেন নরেন্দ্র মোদি ৷ পাকিস্তানের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘হিম্মত হো তো আও! যদি হিম্মত থাকে তো পাকিস্তান দেশ থেকে গরিবি হঠাক। দেখি কোন দেশ থেকে আগে গরিবি হঠে! পাকিস্তানের জওয়ান এসো দেখি কে আগে গরিবি হঠাতে পারে দেশ থেকে। অশিক্ষার বিরুদ্ধে লড়াইয়ে দেখি কে আগে জেতে! হিন্দুস্তান নাকি পাকিস্তান? ’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2016 9:30 PM IST