সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট, সাত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠালো ভারত
Last Updated:
#নয়াদিল্লি: অসমের আটক শিবির থেকে সাত রোহিঙ্গা অভিবাসীকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত । এই সাতজনকে দেশে ফেরত না পাঠানোর প্রস্তাবে অনাস্থা পোষণ করেছে সুপ্রিম কোর্ট ও তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । কেন্দ্রের একটি বিবৃতিতে জানানো হয়েছিল শীর্ষ আদালতের আদেশকে মান্যতা দিয়েই এই সাতজনকে মায়ানমারে ফেরত পাঠাবে ভারত ও এদের প্রত্যেকেই অবৈধ অভিবাসী ছিলেন ও মায়ানমার তাঁদের নাগরিক হিসেবে গ্রহণ করে নিয়েছে । বৃহস্পতিবার সকালেই মণিপুর সীমান্তের মোরে শহর থেকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে ।
এই প্রথমবার ভারত থেকে রোহিঙ্গা অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ভারত । বৃহস্পতিবারেই আদালত জানিয়ে দিয়েছিল এঁদের প্রত্যেকেই আইনের ঘেরাটোপ এড়িয়ে ভারতে প্রবেশ করেছে ও এঁদের প্রত্যেককেই অবৈধ অভিবাসী হিসেবেই চিহ্নিত করা হয়েছিল । প্রসঙ্গত, ২০১২ সালে অসমের শিলচরে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে তাঁদের গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী ও তাঁদের ঠাঁই হয়েছিল শিলচরের এক আটক শিবিরে ।
advertisement
সরকারিভাবে এই প্রথম রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র । যদিও এই বিষয় নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাষ্ট্রসংঘ; তাঁদের মতে জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে ও এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও বিরোধী ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2018 12:33 PM IST