লাদাখ পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠক, বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চিন নিয়ে ভারতের কী অবস্থান? পরবর্তী পদক্ষেপ নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার?
#নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই উত্তপ্ত লাদাখ সীমান্ত। গালওয়ানে ভারত-চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ ২০ জওয়ান। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদল বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাদাখ সীমান্ত রক্তাক্ত হতেই বিরোধীদের নিশানায় কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের প্রধানকেই আজকের বৈঠকে থাকার জন্য অনুরোধ করেছে কেন্দ্র। সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, বিএসপি সুপ্রিমো মায়াবতী-সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁদের আমন্ত্রণ জানান তিনি। সূত্রের খবর, লাদাখের লাগনওয়ানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবগত করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে বিরোধীদের থেকে পরামর্শও চাইবেন তিনি। লাদাখ সীমান্ত সমস্যা মোকাবিলায় দেশের একতা, সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সব দলকেই পাশে পেতে চাইছে কেন্দ্রীয় সরকার।
advertisement
লাদাখ পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠক ৷ বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হবে ৷ সব রাজনৈতিক দলের নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সর্বদল বৈঠকে থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লাদাখ সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা ৷ কেন্দ্রের পদক্ষেপ নিয়ে বিরোধীদের পরামর্শ চাইতে পারেন প্রধানমন্ত্রী ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2020 9:25 AM IST