ভুটানের এলাকা থেকে সেনা হঠাও, চিনকে বার্তা ভারতের

Last Updated:

বুধবার ভারত স্পষ্ট বুঝিয়ে চিনের চাপসৃষ্টিতে পিছু হঠবে না ভারত ৷ বরং পাল্টা চিনকে ভুটানের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল দিল্লি ৷

#নয়াদিল্লি: সীমান্তে চলতে থাকা টানাপোড়েন নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি চিনের ৷ বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷
বুধবার ভারত স্পষ্ট বুঝিয়ে চিনের চাপসৃষ্টিতে পিছু হঠবে না ভারত ৷ বরং পাল্টা চিনকে ভুটানের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল দিল্লি ৷ ডোকা লা এলাকা নিয়ে যে সমস্যা তার কূটনৈতিক সমাধান সম্ভব এবং ভারতও তাই চায় ৷ কিন্তু তার আগে চিনা সেনাকে সেখান থেকে সরে যেতে হবে ৷ জানানো হয় এর আগে চিনা সেনা যেখানে ছিল সেখানেই তাদের ফিরে যেতে হবে ৷ চিনা সেনা ভুটানের এলাকায় অনুপ্রবেশ করেছে ৷ এটা তাদের করা উচিৎ হয়নি ৷ গতকাল একথা বলেন ভারতীয় প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে।
advertisement
অন্যদিকে চিনের অভিযোগ, ভারত পাঁচশিল চুক্তি লঙ্ঘন করেছে। সেনা সরিয়ে ভারত এই ভুল ঠিক করে নিক বলেও জানিয়েছে তারা। এরই উত্তরে ভারত তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভুটানের এলাকা থেকে সেনা হঠাও, চিনকে বার্তা ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement