Kashmir Terror Attack: 'মাকে ছাড়া আমরা কী করে থাকব...!', বাতিল ভিসা, মামাবাড়িতে রইল মা, কাঁদতে কাঁদতে পাকিস্তান ফিরল দুই শিশু

Last Updated:

Kashmir Terror Attack: পাকিস্তান ফেরার তালিকায় রয়েছে পাকিস্তানের দুই শিশুকে, যাঁরা অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়ি এসেছিল। মা ভারতীয় নাগরিক, তাই এই টালমাটাল পরিস্থিতির জেরে মাকে ভারতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের।

বাবা-মাকে ছেড়ে যেতে হচ্ছে এই শিশুদের।
বাবা-মাকে ছেড়ে যেতে হচ্ছে এই শিশুদের।
পহেলগাঁওঃ পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে চরম পর্যায়ের কূটনৈতিক লড়়াই। এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। ফলে ইতিমদশ্যেই ভারত ছাড়ছেন পাকিস্তানের নাগরিকরা।
পাকিস্তান ফেরার তালিকায় রয়েছে পাকিস্তানের দুই শিশুকে, যাঁরা অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়ি এসেছিল। মা ভারতীয় নাগরিক, তাই এই টালমাটাল পরিস্থিতির জেরে মাকে ভারতে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে তাদের। চোখে জল নিয়ে তাদের আবেদন, মাকে ফিরিয়ে দেওয়া হোক যত দ্রুত সম্ভব। মাকে ছাড়া তাদের পক্ষে একা একা থাকা প্রায় অসম্ভব।
advertisement
আরও পড়ুনঃ ‘দয়া করুন, আমি ভারতীয় হতে চাই…!’, এখানে ৩৫ বছরের ভরা সংসার! পাকিস্তান ফেরার চাপে আকুতি সারদা বাঈয়ের
দাদার জৈনবের বয়স ১১, বোন জানিস ৮ বছরের। কয়েক দিন আগেই অসুস্থ দিদাকে দেখতে দিল্লিতে মামাবাড়িতে আসেছিল দু’জন। মা ভারতের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি ভারতের যে সকল নাগরিক ও দেশে রয়েছেন, তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই-বোনকে।
advertisement
advertisement
পাকিস্তানে ফেরার সময় দু’জনেরই চোখে জল। জৈনবের কথায়, “মাকে ছাড়া বাঁচতে পারব না।” আর বোন জানিস কাঁদতে কাঁদতে বলছে, “খুব কষ্ট হচ্ছে। মাকে ছাড়া একা একা কী করে থাকব।” তবে ছোট হলেও দু’জনেই চায় পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছেতাদের শাস্তি হোক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terror Attack: 'মাকে ছাড়া আমরা কী করে থাকব...!', বাতিল ভিসা, মামাবাড়িতে রইল মা, কাঁদতে কাঁদতে পাকিস্তান ফিরল দুই শিশু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement